প্রত্যেকটি ইস্যু ভিত্তিক কী পদক্ষেপ করা হয়েছে আগামী ৩১ মার্চের মধ্যে সেই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে। দেশের মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে জ্ঞানেশ কুমার দায়িত্ব নেওয়ার পরই সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের দিল্লিতে ডেকে দু’দিনের গুরুত্বপূর্ণ সম্মেলনে বসে কমিশন।
আরও পড়ুন: চাপের মুখে দুর্দান্ত ইনিংস কোহলির! টানা চার ম্যাচ জিতে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত
advertisement
তৃণমূলের সম্প্রতি ভূতুড়ে ভোটার নিয়ে একাধিক অভিযোগ তুলেছে, একই সময়ে জাতীয় নির্বাচন কমিশনের এই নির্দেশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। রাজনৈতিক দলগুলির যে কোনও প্রশ্ন বা ইস্যুর জবাব যেন সময় মতো দেওয়া হয় সে বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ, সব স্তরে নিয়মিত সর্বদলীয় বৈঠক করতে হবে।
আরও পড়ুন: ট্রেনের এসি কোচের যাত্রীকে পুলিশ বলল, ‘ব্যাগ খোলো’! তারপর যা পাওয়া গেল… খুশি অফিসার
কমিশনের আধিকারিকদের নির্বাচনী আইন এবং নিয়ম সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল থাকতে হবে। প্রত্যেক বুথ স্তরের আধিকারিক যাতে ভোটারদের প্রতি সৌজন্যমূলক ব্যবহার করেন তার জন্য তাদের প্রশিক্ষণ দিতে হবে। ভোটের সঙ্গে যুক্ত কোনও আধিকারিককে যাতে ভয় দেখানো না হয় তা নিশ্চিত করতে হবে, এও জানায় কমিশন।