TRENDING:

আজই হতে পারে ভোটের দিন ঘোষণা, বিকেল ৫টায় নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠক

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: আজই কী হতে চলেছে লোকসভা ভোটের দিন ঘোষণা ? রবিবার নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠক ডাকাকে কেন্দ্র করে এই সম্ভাবনাই আরও জোরালো হচ্ছে ৷ আজ অর্থাৎ রবিবার বিকেল ৫ নাগাদ সাংবাদিক সম্মেলনে বসছে নির্বাচন কমিশন ৷ মনে করা হচ্ছে সাংবাদিক বৈঠকেই লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দেওয়া হবে ৷
advertisement

এই লোকসভার মেয়াদ ৩রা জুন পর্যন্ত রয়েছে ৷ তার মধ্যেই নতুন সরকার গঠন করতে হবে ৷ ফলে দিনক্ষণ ঘোষণা আর বেশি দেরি করা যাবে না ৷ সূত্রের খবর ছিল যে নির্বাচনের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন ৷ কোন রাজ্যে কবে ভোট বা কত দফায় হবে এবারের নির্বাচন তা এই সপ্তাহন্তর বা আগামী সপ্তাহের মধ্যেই ঘোষণা হওয়ার বড় সম্ভাবনার কথা আগেই শোনা গিয়েছিল ৷ তবে সূত্রের পাওয়া খবর অনুযায়ী অন্ধ্র প্রদেশ, সিকিম, অরুণাচল প্রদেশ ও ওড়িশার বিধানসভার ভোটের দিনক্ষণ ঘোষণা করা হবে আজ ৷

advertisement

আরও পড়ুন ভোটপ্রচারে সেনার ছবি ব্যবহার বন্ধ করুন, কড়া নির্দেশ নির্বাচন কমিশনের

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

একইসঙ্গে জম্মু ও কাশ্মীরের আইন পরিষদ ভেঙে দেওয়ার ফলে মে মাসের মধ্যে এখানেও নতুন সরকার গড়তে হবে ৷ তাই নির্বাচনের দিনক্ষণ সেখানেও প্রয়োজন ৷ লোকসভার সঙ্গে জম্মু কাশ্মীরের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা সেটাও স্পষ্ট হতে পারে নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠকে ৷ তবে সীমান্তে উত্তেজনা বাড়ার কারণে কিছুটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছে ৷ এই বিষয়টিও মাথায় রেখেই ভোটের তারিখ ঘোষণা করা হবে বলেই মত ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
আজই হতে পারে ভোটের দিন ঘোষণা, বিকেল ৫টায় নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠক