১৬-মে বিধানসভা ভোট হয়েছে তামিলনাড়ুতে। দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় ফিরেছে এআইএডিএমকে। মুখ্যমন্ত্রীর পদে ফের ‘আম্মা’ জয়ললিতা । সব কিছু মিটে যাওয়ার পর ফের ভোট হতে চলেছে রাজ্যের দুটি বিধানসভা কেন্দ্র, আরভকুরিচি ও তাঞ্জাভুরে ।
অভিযোগ , বিভিন্ন রাজনৈতিক দল ও প্রার্থীদের তরফে ভোটারদের প্রভাবিত করতে বিশাল পরিমাণ অর্থ ও উপহার দেওয়া হয়েছে । এই অভিযোগের সত্যতা খুঁজতে কমিশনের তরফে তদন্ত চালানো হয় ওঠে। এই অভিযোগের ভিত্তিতে আরভকুরিচি ও তাঞ্জাভুর, এই দুটি বিধানসভা কেন্দ্রে ভোট দু’বার পিছিয়ে দেয় নির্বাচন কমিশন৷ । প্রথমে ১৬ মে-র জায়গায় ভোটের দিন ধার্য হয় ২৩ মে। পরে ২১ মে কমিশন সিদ্ধান্ত নেয় ভোট হবে ১৩-ই জুন।
advertisement
নির্বাচন কমিশনের কথায়, দুটি বিধানসভা কেন্দ্রের অবজার্ভার, সেন্ট্রাল অবজার্ভারের স্পেশাল টিম এবং প্রার্থীদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
নির্বাচন কমিশন সূত্রের খবর, কমিশন নিশ্চিত যে দুটি কেন্দ্রের ভোটারদের অর্থ ও উপহার দিয়ে প্রভাবিত করার চেষ্টা করেছেন বিভিন্ন প্রার্থী ও রাজনৈতিক দলগুলি। গণতন্ত্র বজায় রাখতে ভোট পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কিছুদিন পর এই দুটি কেন্দ্রে যখন অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব হবে, তখনই ভোট নেওয়া হবে বলে জানায় কমিশন ।
ভোটে মাসল পাওয়ার ব্যবহারের প্রমাণ পেলে তবেই সাধারণত এই ধরণের কড়া পদক্ষেপ নেয় কমিশন। কিন্তু ভোটারদের প্রভাবিত করতে টাকার ব্যবহারের অভিযোগে ভোট বাতিলের ঘটনা কার্যত নজিরবিহীন।