কলকাতায় শর্মার আসন্ন সফরকে ঘিরে প্রস্তুুতি শুরু করে দিল সিইও র দফতর । কলকাতায় বেদী ভবনের সরকারি অতিথি শালায় থাকতে পারেন তিনি। কলকাতায় এসে পুলিশ প্রশাসন ও কমিশনের পদস্থ কর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। কমিশন সূত্রে খবর, গতকাল, কমিশনের ঘোষনার পরেই, রাজ্যে সিইওর দফতরের সঙ্গে কথা বলেছেন শর্মা। সেখানেই কলকাতায় তার বৈঠকের বিষয়ে নিদৃষ্ট ভাবে সিইওর দফতরকে জানিয়ে দেওয়া হয়। কলকাতায় বৈঠকে গত ৩১ শে জানুয়ারি থেকে শুরু করে সাম্প্রতিক কাল পর্যন্ত রাজ্যের আইন শৃঙ্খলা সংক্রান্ত সব রিপোর্ট, জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা, স্পর্শকাতর বুথের নিরাপত্তা ও বাহিনী মোতায়েন সংক্রান্ত রিপোর্ট তৈরি রাখতে সিইওকে অনুরোধ করেছেন তিনি।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 27, 2019 10:53 PM IST