প্রচারের জন্য অক্ষরা এবং সুহাসিনী আলাদাভাবে কাজ করেছিলেন। তাঁদের দুজনের একটি ভিডিও (Akshara Haasan dance video) সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে, যেখানে দুজনকেই প্রচারের সময় ড্রামে তালে তালে নাচতে দেখা গিয়েছে। গত বেশ কয়েকদিন ধরে অক্ষরা তাঁর বাবার সাথে প্রচার করছেন৷ বাবার হয়ে কয়ম্বাটরে (Coimbatore) প্রচারে অংশ নিয়েছিলেন তিনি। নির্বাচনী প্রচার সম্পর্কিত কিছু ছবি ও ভিডিও ইনস্টাগ্রাম ও ট্যুইটারেও পোস্ট করেছিলেন তিনি। অক্ষরা কমল হাসানের ছোট মেয়ে। তাঁর বড় মেয়ের নাম শ্রুতি হাসান। অমিতাভ বচ্চন এবং ধনুশের ছবি শমিতাভের (Shamitabh) মাধ্যমে বলিউডে পা রাখেন অক্ষয়া । এর পরে তিনি বহু হিন্দি ও তামিল ছবিতে কাজ করেছেন।
advertisement
ভোট শুরু হতেই সকাল সকাল কমল হাসান ও তাঁর দুই মেয়ে শ্রুতি ও অক্ষরা ভোট দিয়ে আসেন৷ সেই ছবিও সামনে এসেছে৷ সকলকে ভোট দিতে আবেদন করেন কমল কন্যারা৷ এতদিন তাঁদের বাবার পরিচয় ছিল সিনে সুপারস্টার হিসেবে৷ এবার ভোটে দাঁড়িয়ে জননেতা হিসেবে নিজের নতুন পরিচয় তৈরি করলেন কমল৷ প্রথম শোনা গিয়েছিল যে রাজনীতি আসতে পারেন রজনীকান্ত৷ তবে শেষ পর্যন্ত সেই পথে হাঁটেননি থালাইভা৷
তামিলনাড়ুতে নির্বাচন চলছে ৷ কামাল হাসানের দল মক্কল নিধি মিম এই নির্বাচনে ১৪২ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। প্রবীণ অভিনেতা কমল হাসান নিজেই দক্ষিণ কোয়েম্বাটোর থেকে নির্বাচনে অংশ নিয়েছেন। অভিনেতা কমল হাসানের বিপরীতে এই আসন থেকে বিজেপি মহিলা মোর্চার ভান্থি শ্রীনিবাসনকে মাঠে নামিয়েছেন। কে জিতবে, তা সময় বলবে৷