এ দিন সাংবাদিকদের শিন্ডে বলেন, 'আমার সঙ্গে ৫০ জন গুয়াহাটিতে আছেন৷ তাঁরা স্বেচ্ছায় এখানে এসেছেন হিন্দুত্বের জন্য৷ আমরা খুব শিগগিরই মুম্বাইকে পৌঁছব৷' সূত্রের খবর, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে ক্ষমতা দখলের লক্ষ্যে দু' একদিনের মধ্যেই মুম্বাইয়ে যেতে পারেন শিন্ডে৷ এমন কী, তাঁর দিল্লি যাওয়ারও সম্ভাবনা রয়েছে৷ গত সপ্তাহেই গুজরাতে বিজেপি-র শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক হয় একনাথ শিন্ডের৷
advertisement
আরও পড়ুন: 'আমরাই আসল শিবসেনা সৈনিক, উদ্ধবরা মিথ্যে বলছে'! গুয়াহাটিতে হুঙ্কার একনাথ শিন্ডের
এ দিনই গুয়াহাটির হোটেলের বাইরে বেরিয়ে আসতে দেখা যায় একনাথ শিন্ডেকে৷ এই প্রথমবার গুয়াহাটির ওই হোটেলের বাইরে এভাবে বেরিয়ে আসতে দেখা গেল শিন্ডেকে৷ দৃশ্যতই আত্মবিশ্বাসী দেখাচ্ছিল তাঁকে৷
গতকালই সুপ্রিম কোর্ট বিদ্রোহী বিধায়কদের স্বস্তি দিয়েছে৷ শীর্ষ আদালত জানিয়েছে, বিদ্রোহী বিধায়কদের সদস্যপদ খারিজ করতে চেেয় মহারাষ্ট্রের ডেপুটি স্পিকার যে নোটিস দিয়েছিলেন, তার জবাব ১২ জুলাইয়ের মধ্যে দিতে হবে৷ ফলে হাতে অনেকটাই সময় পেয়ে গিয়েছে শিন্ডে শিবির৷
সূত্রের খবর, মহারাষ্ট্র বিধানসভায় আস্থা ভোটের দাবি জানানো যায় কি না, তা খতিয়ে দেখতে আইনজীবীদের সঙ্গেও আলোচনা করেছেন শিবসেনা নেতা৷ এরই মধ্যে আবার শোনা যাচ্ছে, মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের কথা বলতে পারেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে৷ সবমিলিয়ে উদ্ধব শিবির যত কোণঠাসা হচ্ছে, ততই আত্মবিশ্বাস বাড়ছে একনাথ শিন্ডের৷