TRENDING:

Karnataka CM: ‘হয় আমি, না হয় তৃতীয় কেউ, শিবকুমার নয়!’ সিদ্দারামাইয়ার শর্ত ফাঁস কংগ্রেস বিধায়কের

Last Updated:

Karnataka CM: তিনি শর্ত দিয়েছেন, হয় তিনি, না হয় তৃতীয়, কিন্তু ডিকে শিবকুমারকে কখনই মুখ্যমন্ত্রী পদে বসানো চলবে না৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেঙ্গালুরু: কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদের নির্বাচন নিয়ে নতুন এক জটের আভাষ উঠে এল এক কর্ণাটক বিধায়কের কথায়৷ তিনি নিউজ১৮-কে একান্ত সাক্ষাৎকারে বলেছেন, মুখ্যমন্ত্রী নির্বাচনের ক্ষেত্রে এক অদ্ভুত শর্ত দিয়েছেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া৷ তিনি বলেছেন, হয় তিনি মুখ্যমন্ত্রী হবেন, না হলে অন্য তৃতীয় কেউ হবে, কিন্তু শিবকুমার কখনই যেন মুখ্যমন্ত্রী না হন৷ একজন ভোক্কালিকা সম্প্রদায়ের কংগ্রেস বিধায়ক এই তথ্য প্রকাশ করেছেন বলে খবর মিলেছে৷
ডিকে শিবকুমার ও সিদ্দারমাইয়ার দ্বন্দ্ব?
ডিকে শিবকুমার ও সিদ্দারমাইয়ার দ্বন্দ্ব?
advertisement

সেই বিধায়ক বিস্তারিত জানিয়েছেন, তিনি সমস্তরকম সমীক্ষার ফল পেয়েছেন৷ সেখানে দেখা যাচ্ছে বেশিরভাগ বিধায়ক মুখ্যমন্ত্রী হিসাবে চাইছেন সিদ্ধারামাইয়াকে৷ মাত্র ১০ শতাংশের সমর্থন রয়েছে শিবকুমারের দিকে৷ পাশাপাশি তিনি এটাও বলেছেন, সংখ্যালঘু, পিছিয়ে পড়া শ্রেণি ও দলিতরা সিদ্দারামাইয়ার জন্যই কংগ্রেসকে ভোট দিয়েছেন৷ যদি তাঁকে মুখ্যমন্ত্রী না করা হয়, তা হলে ভবিষ্যতে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ভোটাররা কংগ্রেসের থেকে সরে যেতে পারে৷

advertisement

আরও পড়ুন: নীল ফরাশের উপরে সার সার সাদা তাঁবু, অভিষেকের নবজোয়ার যাত্রায় নজর কাড়ছে এই ছাউনিতলা

আরও পড়ুন: ‘তোমার গলা ভেঙে গেছে, ক’দিন বিশ্রাম নাও’, অভিষেককে স্নেহের বকুনি মমতার

কংগ্রেস নেতা রাহুল গান্ধির কাছেও নাকি একই কথা বলেছেন সিদ্দারামাইয়া৷ তিনি দাবি করে জানিয়েছেন, তাঁর দিকে সিংহভাগ জয়ী বিধায়কের সমর্থন রয়েছে৷ সেক্ষেত্রে তাঁরই মুখ্যমন্ত্রী হওয়া উচিত৷ তবে এই বিধায়ক নিউজ১৮-কে জানিয়েছেন, তাঁর অবাক লেগেছে এটা দেখে যে সিদ্দারমাইয়া হুমকি দিয়েছেন, তিনি রাজনীতি থেকে সরে দাঁড়াবেন ও ভবিষ্যতে কংগ্রেসের কোনও রাজনৈতিক কর্মকাণ্ডে তাঁকে পাওয়া যাবে না৷

advertisement

পাশাপাশি, কংগ্রেসের ঘোষিত পাঁচটি নীতির বিষয়টিও তুলেছেন সিদ্দারামাইয়া৷ তিনি বলেছেন, ‘কংগ্রেস এই পাঁচটি শর্ত তখনই পূর্ণ করতে পারবে যখন তিনি মুখ্যমন্ত্রী হবেন৷ পাশাপাশি, শীর্ষ নেতৃত্বকে তিনি জানিয়েছেন, ডিকে শিবকুমারের নানারকম সমস্যার দিক আছে, এবং সেগুলি কী ভাবে ভবিষ্যতে সরকারকে কালিমালিপ্ত করতে পারে৷ শিবকুমারের বিরুদ্ধে সেটি কী ভাবে ব্যবহৃত হতে পারে৷ সেই কারণেও শিবকুমারকে মুখ্যমন্ত্রী করার বিষয়ে তাঁর আপত্তি আছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তার পরেই তিনি শর্ত দিয়েছেন, হয় তিনি, না হয় তৃতীয়, কিন্তু ডিকে শিবকুমারকে কখনই মুখ্যমন্ত্রী পদে বসানো চলবে না৷ কংগ্রেস যেন আশা না করে শিবকুমারকে মুখ্যমন্ত্রী করার পর তিনি দলের সঙ্গে ভবিষ্যতেও কাজ করবেন৷

বাংলা খবর/ খবর/দেশ/
Karnataka CM: ‘হয় আমি, না হয় তৃতীয় কেউ, শিবকুমার নয়!’ সিদ্দারামাইয়ার শর্ত ফাঁস কংগ্রেস বিধায়কের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল