TRENDING:

এগিয়ে বাংলা: পেঁয়াজের ঝাঁঝ চোখে জল নয় বরং হাসি ফোটাচ্ছে চাষিদের মুখে

Last Updated:

এগিয়ে বাংলা: পেঁয়াজের ঝাঁঝ চোখে জল নয় বরং হাসি ফোটাচ্ছে চাষিদের মুখে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হাওড়া: পেঁয়াজের ঝাঁঝ চোখে জল নয়। বরং হাসি ফোটাচ্ছে চাষিদের মুখে। ফুল বা কাঁচা আনাজ চাষ করে তেমন লাভবান হচ্ছিলেন না হাওড়ার উলুবেড়িয়ার চাষিরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে উদ্যান পালন দফতর থেকে পেঁয়াজ বীজ দেওয়া হয়েছে চাষিদের। বিকল্প চাষে বেশি লাভের আশায় ঝুঁকছেন চাষিরাও।
advertisement

হাওড়ার উলুবেড়িয়ার বািসন্দারা মূলত কৃষির উপর নির্ভরশীল। কিন্তু ফুল, রবিশস্য ও বিভিন্ন সবজি চাষ করে তেমন লাভের মুখ দেখছিলেন না তাঁরা। একশ দিনের কাজের প্রকল্পে চাষিদের পাশে দাঁড়িয়ে দিশা দেখিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে উদ্যান পালন দফতর থেকে চাষিদের দেওয়া হয়েছে উন্নতমানের পেঁয়াজ বীজ। হাটগাছা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের গদাইপুর গ্রামে দামোদর নদীর পাড়ে প্রায় দশটি পরিবার শুরু করেছে পেঁয়াজ চাষ। ভাদ্র মাসে জমিতে বীজ পোঁতার পরে অঘ্রান মাসে চারা রোপণ করেছেন চাষিরা।

advertisement

পেঁয়াজের ঝাঁঝে হাসি

---------------------

- ৮০০ টাকা কেজির উন্নতমানের পেঁয়াজের বীজ (দিয়েছে রাজ্য)

- প্রতি বিঘা জমিতে পেঁয়াজ চাষে আনুমানিক খরচ ১৫ হাজার টাকা

- বিঘা প্রতি ২৫০০ টাকা অনুদান (দিয়েছে রাজ্য)

- পেঁয়াজ সংরক্ষণে বিঘা প্রতি ৪০ হাজার টাকা (দেবে রাজ্য)

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বিকল্প চাষে আগ্রহ বাড়াতে সবরকম সাহায্যের আশ্বাস মিলেছে রাজ্য সরকারের থেকে। চৈত্র মাসে জমি থেকে পেঁয়াজ তুলে বাজারে বিক্রি করবেন চাষিরা। মোটা অঙ্কের লাভের আশাই করছেন তাঁরা। নতুন উদ্যম আর পরিশ্রম। নাওয়া খাওয়া ভুলে এখন চাষিরা ব্যস্ত পেঁয়াজ চাষে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
এগিয়ে বাংলা: পেঁয়াজের ঝাঁঝ চোখে জল নয় বরং হাসি ফোটাচ্ছে চাষিদের মুখে