TRENDING:

Bhupesh Baghel ED Raid: মেশিন এনে চলল ক্যাশের গুনতি! পেন ড্রাইভে লুকনো ফাইল...ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলেকে ডেকে জিজ্ঞাসাবাদ ইডির

Last Updated:

বাঘেলের বাড়িতে ইডি তল্লাশির খবর জানিয়ে সোমবারই সোশ্যাল মিডিয়ায় ব্যাঙ্গাত্মক পোস্ট করেন সে রাজ্যের বিজেপি নেতৃত্ব৷ ভূপেশের অবশ্য দাবি, পঞ্জাবে কংগ্রেসকে আটকাতেই এই ইডি’কে ‘ব্যবহার’ করেছে বিজেপি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ছত্তিশগড়: মহাদেব বেটিং স্ক্যাম৷ যে দুর্নীতির সঙ্গে নাম জড়িয়ে যাওয়ার বড়সড় দাম দিতে হয়েছিল প্রবীণ কংগ্রেস নেতা ভুপেশ বাঘেলকে৷ হারাতে হয়েছিল ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর কুর্সি৷ কংগ্রেসের ছত্তিশগড় খুব সহজেই দখল করে নিতে পেরেছিল বিজেপি৷ ছত্তিশগড়ের সেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে এবার ফের পৌঁছল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট)৷ শুধু তাই নয়, পুরোদমে তল্লাশি চলল তাঁর পুত্র চৈতন্য বাঘেলের বাড়িতেও৷ যদিও গোটা বিষয়টিকেই রাজনৈতিক ষড়যন্ত্র বলে অভিযোগ তুলেছেন বাঘেল৷
News18
News18
advertisement

ছত্তিশগড়ের দুর্গ জেলার ভিলাইতে প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাগেলের বাড়ির একটি অংশেই থাকেন তাঁর ছেলে চৈতন্য৷ গত সোমবার সেখানেই দীর্ঘক্ষণ চলে ইডি-র রেড৷ একটি লিকার স্ক্যাম মামলায় টাকা লেনদেনের অভিযোগেই এদিনের তল্লাশি চলেছে বলে জানা গিয়েছে৷ সোমবারের তল্লাশির পরে, আজ, মঙ্গলবার চৈতন্যকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে বলে ইডি সূত্রের খবর৷

আরও পড়ুন: তপ্ত অধিবেশন! ছেঁড়া হল কাগজ, উড়ল বিধানসভায়, চেয়ার ছেড়ে উঠে পড়লেন ক্ষুব্ধ স্পিকার

advertisement

শুধু ভূপেশ বাঘেলের বাড়িই নয়, তাঁর ছেলে চৈতন্য ঘনিষ্ঠলক্ষ্মী নারায়ণ বনশল, ওরফে পপ্পু বনশলের বাড়ি সহ নিকটবর্তী ১৪টি জায়গায় এদিন ইডির তল্লাশি চলেছিল৷ সকাল ৭টা থেকে তল্লাশি শুরু হওয়৷র পরে প্রায় সন্ধে পর্যন্ত গড়ায় সেই তল্লাশি পর্ব৷ অন্যদিকে, এদিন তল্লাশি শেষে বেরনো মাত্র ইডি’র গাড়ির উপরে হামলা চালানো হয় বলে অভিযোগ৷ ছোঁড়া হয় ইট পাটকেল৷ ঘটনার নিন্দা করে বিজেপি৷

advertisement

এদিন ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে তল্লাশি চালানোর সময় একটি টাকা গোনার মেশিনও নিয়ে আসা হয়েছিল বলে জানা গিয়েছে৷ তল্লাশিতে ইডি বাজেয়াপ্ত করেছে ৩৩ লক্ষ টাকা এবং একটি পেন ড্রাইভ৷

আরও পড়ুন: দেদার জাল হচ্ছিল ব্লাড প্রেশারের ওষুধ! তাও আবার খাস হাওড়ায়, QR Code Scan না করলেই ঘনাবে বিপদ

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাঘেলের বাড়িতে ইডি তল্লাশির খবর জানিয়ে সোমবারই সোশ্যাল মিডিয়ায় ব্যাঙ্গাত্মক পোস্ট করেন সে রাজ্যের বিজেপি নেতৃত্ব৷ ভূপেশের অবশ্য দাবি, পঞ্জাবে কংগ্রেসকে আটকাতেই এই ইডি’কে ‘ব্যবহার’ করেছে বিজেপি৷

বাংলা খবর/ খবর/দেশ/
Bhupesh Baghel ED Raid: মেশিন এনে চলল ক্যাশের গুনতি! পেন ড্রাইভে লুকনো ফাইল...ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলেকে ডেকে জিজ্ঞাসাবাদ ইডির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল