অভিযোগ, মোদির নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করা পর ট্যান্ডনের ৭০ কোটি কালো টাকা সাদা টাকায় পরিণত করেছেন ৷ এর আগে বুধবার আর্থিক দুর্নীতির কারণে দিল্লির কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কের ম্যানেজারকে গ্রেফতার করেছে ইডি ৷
লোধা-হাওয়ালাকাণ্ডে চাঞ্চল্যকর মোড়। পরশমল লোধার বাড়িতে তল্লাশিতে নাম উঠে এসেছে বেশ কয়েকজনের নাম। বাজেয়াপ্ত কম্পিউটার থেকে মিলেছে এই নামের তালিকা। । এই সূত্রেই ইডি-র নজরে রাজ্যের বেশ কিছু বড় ব্যবসায়ী। যাবতীয় তথ্য পাঠানো হয়েছে দিল্লিতে। সেই তথ্যের ভিত্তিতে আজ দিল্লি থেকে গ্রেফতার করা হয় কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কর ম্যানেজার আকাশকে।
advertisement
ইডি সূত্রের খবর, পরশমল লোধা ও রোহিত ট্যান্ডনের সঙ্গে যোগসাজস ছিল আকাশের ৷ সম্প্রতি নোট বাতিলের সিদ্ধান্তের পর আকাশের ব্রাঞ্চে পঁচিশটিরও বেশি ভুয়ো অ্যাকাউন্ট তৈরি হয় ৷ সেই অ্যাকাউন্ট থেকে প্রায় ৩৫ কোটি টাকার লেনদেন হয় ৷