TRENDING:

Earthquake: ব্যবধান মাত্র ২৪ ঘণ্টার! ফের ভূমিকম্পে কেঁপে উঠল দেশের এই এলাকা

Last Updated:

Earthquake: প্রসঙ্গত রবিবার মেঘালয়ে ৩.৫ মাত্রার ভূমিকম্প হয়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলং: ২৪ ঘণ্টার মধ্যে ফের ভূমিকম্পে কেঁপে উঠল মেঘালয়ের পশ্চিম খাসি পাহাড় সংলগ্ন এলাকা। এদিন সকাল ৭টা ৪৭ মিনিটে ৩.৫ মাত্রার ভূমিকম্প হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (ভারতীয় ভূকম্পণ গবেষণা সংস্থা) এই ভূমিকম্পের খবর দিয়েছে। এখনও পর্যন্ত কোনও ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পে কেঁপে উঠল দেশের এই এলাকা
ভূমিকম্পে কেঁপে উঠল দেশের এই এলাকা
advertisement

প্রসঙ্গত, রবিবার মেঘালয়ে ৩.৫ মাত্রার ভূমিকম্প হয়। মৃদু এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির ওয়েবসাইট অনুসারে, বিকেল ৩.৩৩ মিনিটে কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দক্ষিণ গারো পাহাড় থেকে ৫ কিলোমিটার গভীরে। এর আগে ১৬ এপ্রিল মণিপুরের বিষ্ণুপুর জেলায় রিখটার স্কেলে ৩.৬ মাত্রার ভূমিকম্প হয়েছিল। বিষ্ণুপুরের উত্তর-পশ্চিমে স্থানীয় সময় সকাল ৭টা ২২ মিনিটে ভূমিকম্পটি হয়েছিল।

advertisement

গত সোমবারও ভূমিকম্পে কেঁপে ওঠে অসম। বিকেল ৪ টে বেজে ৫২ মিনিটে ভূমিকম্প অনুভূত হয় অসমের গুয়াহাটিতে। ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৭। পাশাপাশি প্রতিবেশী দেশ বাংলাদেশ ও ভূটানেও কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎস স্থল অসমের গুয়াহাটি থেকে ১৮ কিলোমিটার দূরে।

আরও পড়ুন,  আর মাত্র দেড় মাস! বিরল অবস্থানে যাচ্ছে শনি, ৫ রাশি এখনই সতর্ক হয়ে যান

advertisement

আরও পড়ুন, টানা চলছে বৃষ্টি, কমছে গরম! দিঘায় আবহাওয়ার বিরাট বদল, জানুন বিশদে

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

প্রসঙ্গত, এদিন সকালেই ভয়ানক ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড। ভারতীয় সময় সকাল ৬টা ১১ মিনিটে কেঁপে উঠল নিউজিল্যান্ড। রিখটার স্কেলে ৭.৩ তীব্রতার ভূমিকম্পে কেঁপে ওঠে দ্বীপ। প্রথমে সুনামি সতর্কতা থাকলেও, পরে সেই সতর্কতা প্রত্যাহার করে দেওয়া হয়।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Earthquake: ব্যবধান মাত্র ২৪ ঘণ্টার! ফের ভূমিকম্পে কেঁপে উঠল দেশের এই এলাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল