গত মঙ্গলবারও ভূমিকম্পে কেঁপে ওঠে দিল্লি। সেই ভূমিকম্পের কেন্দ্রস্থল নেপাল হলেও দিল্লিতেও এর কম্পণ অনুভূত হয়। রিখটার স্কেলে সেই কম্পণের মাত্রা ছিল ৬.৩। ভারতে কোনও ক্ষতি না হলেও, নেপালে সেই ভূমিকম্পে মৃত্যু হয়েছে ৬ জনের। আহত হয়েছে ৮ জন।
আরও পড়ুন, ডেঙ্গি নিয়ে পুরসভার চিন্তা পরিত্যক্ত জমি, বৈঠকে ডাক না পেয়ে ক্ষোভ সজলের
advertisement
শনিবারের ভূমিকম্পে বড় কোনও ক্ষয়ক্ষতির খবর না মিললেও এর কম্পণের মাত্রা ভালোই টের পেয়েছেন সাধারণ মানুষ। রিপোর্টে প্রকাশ, অন্তত ৫ সেকেন্ড টানা কম্পণ অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৫.৪।
আরও পড়ুন, 'দিলীপ ঘোষ প্রভাবশালী, কাস্টডিতে নিয়ে জেরা করতে হবে,' দলিল কাণ্ডে সুর চড়ালেন কুণাল
বলা হচ্ছে যে, এই ভূমিকম্পের কেন্দ্রস্থলও নেপালে। এদিন ভূমিকম্পের ফলে শুধুমাত্র দিল্লিতে নয়। নয়ডা, গুরগাঁওয়ের মতো শহরগুলিতে কম্পণের রেশ পাওয়া যায়। একই সপ্তাহে পর পর দুইবার ভূমিকম্পের জেরে স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়িয়েছে রাজধানীর সাধারণ মানুষের মধ্যে।