TRENDING:

রবিবাসরীয় জাকার্তায় দ্যুতির দৌড়ে ফের এল রুপো

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জাকার্তা :  মাত্র ২ সেকেন্ডের হেরফের সোনা ফের অধরা রইল ১০০ মিটার দৌড়েও ৷ ভারতের প্রভিবান তরুণ অ্যাথলিট দ্যূতিও রবিরার রুপো এনে দিলেন দেশকে ৷
advertisement

দ্যূতি চাঁদের পারফরম্যান্স যেরকম ছিল তাতে তাঁর বাবা- মা নিজেদের সাক্ষাৎকারে জানিয়েছিলেন সোনার জন্যই প্রস্তুতি সেরেছে তাঁদের সোনার মেয়ে ৷

তবে জাকার্তায় একটি দু‘সেকেন্ড তাঁকে দু‘ নম্বর করে রাখল ৷ ১০০ মিটার মহিলাদের দৌড়ে ১১.৩২ সেকেন্ডে শেষ করলেন দ্যূতি ৷ বাহারিনের এডিডিয়ংয়ের পিছনে শেষ করেন দেশের ১০০ মিটারের চ্যাম্পিয়ন ৷

advertisement

Photo Courtesy : IOA/ Twitter Handle

advertisement

এদিকে এর আগে ,জুনিয়র বিশ্ব অ্যাথলেটিক্সে ৪০০ মিটারে সোনা জিতে সকলকে চমকে দিয়েছিলেন হিমা দাস ৷ অসমের এই তরুণ অ্যাথলিটের দিকে নজর ছিল গোটা দেশের ক্রীড়াপ্রেমীদের ৷

এশিয়ান গেমসে সোনা না পেলেও রুপো পেলেন হিমা ৷ জাতীয় রেকর্ড ভাঙলেন এদিনের সময়ে তবে সোনা অধরাই থেকে গেল ৷ ৫০.৭৯ সেকেন্ডে ৪০০ মিটার দৌড়ন ভারতের এই দৌড়বিদ ৷ তবে সালওয়া নাসের ৫০.০৭ সেকেন্ডে নয়া গেমস রেকর্ড করে সোনা জেতেন ৷

advertisement

আরও পড়ুন - নরেন্দ্র মোদিকে রাখি বাঁধল কচি-কাঁচারা, নজর কাড়লেন লকেটও

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

হিমা ছাড়াও এদিন অ্যাথলেটিক্সে আরও একটি পদক এসেছে ৷ একটি রুপো ৷ ৪৫.৬৯ সেকেন্ডে ৪০০ মিটার দৌড়ে মহম্মদ আনাস ভারতের ঝোলায় পদক এনে দেন ৷

বাংলা খবর/ খবর/দেশ/
রবিবাসরীয় জাকার্তায় দ্যুতির দৌড়ে ফের এল রুপো