TRENDING:

Durga Puja Travel 2023: পুজোয় ঘুরে আসুন নীরমহল! কী ভাবে যাবেন? কোথায় থাকবেন? জানুন

Last Updated:

Durga Puja Travel 2023: নৌকাবিহার করুন। ঘুরে দেখুন মাতাবাড়ি ও কসবা কালী মন্দির। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আগরতলা: পুজোয় অনেকেই ত্রিপুরা যাওয়ার পরিকল্পনা করেন। আগরতলা নেমেই চট করে ঘুরে আসতে পারেন নীরমহলে। দেশে এই ধরণের ঐতিহাসিক প্রাসাদ জলের মাঝে আছে দুটি৷ একটি আছে রাজস্থানে উদয়পুরে। আর একটি হল ত্রিপুরার নীরমহল। নীরমহলকে বিশ্বের পর্যটন মানচিত্রে তুলে ধরতে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।
নৌকাবিহার করুন। ঘুরে দেখুন মাতাবাড়ি ও কসবা কালী মন্দির। 
নৌকাবিহার করুন। ঘুরে দেখুন মাতাবাড়ি ও কসবা কালী মন্দির। 
advertisement

ত্রিপুরা রাজ্যের ঐতিহ্যবাহী নীরমহল জল উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সেই ঘোষণা করলেন।  রাজ্যের আকর্ষনীয় পর্যটন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম একটি নীরমহল। দেশ বিদেশের পর্যটকদের কাছে নীরমহলকে আরও আকর্ষনীয় করে তুলতে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এর পাশাপাশি নীরমহলের অভ্যন্তরে যেসব কক্ষ রয়েছে সেগুলিরও সংস্কার করা হচ্ছে। মেলাঘরের রাজঘাটে ঐতিহ্যবাহী নীরমহল জল উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এই উপলক্ষে দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা ও নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

advertisement

আরও পড়ুন: ‘ফুচকাকে’ ইংরেজিতে কী বলে বলুন তো? ৯৯% মানুষই উত্তর খুঁজে হিমশিম! আপনি জানেন?

সমাপ্তি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহা রুদ্রসাগরে প্রথমবার নৌকাবাইচ উপভোগ করার সুযোগ পেয়ে তাঁর অভিব্যক্তির কথা তুলে ধরে বলেন, দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা ও নৌকাবাইচ প্রতিযোগিতা এই উৎসবকে আরও প্রাণবন্ত করেছে। নীরমহল জল উৎসবকে আগামী দিনে আরও আকর্ষনীয় করে তুলতে এবং রাজন্য আমলের নীরমহলকে বিশ্বের পর্যটন মানচিত্রে তুলে ধরতে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এই নীরমহলের মধ্যে আছে এক দারুণ রেস্তোরাঁ। যেখানে সন্ধ্যায় লাইট অ্যান্ড সাউন্ড দেখতে দেখতে আপনি মনোরম পরিবেশ উপভোগ করতে পারবেন৷ এছাড়া পাড়ে ফাইভ স্টার হোটেল আছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভিডিও দিলেই ভাইরাল, সমাজ মাধ্যাম কাঁপিয়ে দিচ্ছে খুদে! 'ফ্যান' প্রসেনজিৎ, শিলাজিৎ
আরও দেখুন

এছাড়া রাজ্য সরকারের গেস্ট হাউস আছে৷ ফলে কেউ যদি চান নীরমহলের কাছেই রাত্রিবাস করবেন সেই ব্যবস্থাও করে রাখা আছে।নীরমহল যাতায়াতের পথে আপনি ঘুরে আসতে পারেন উদয়পুরে মাতাবাড়ির মন্দির৷ মন্দির চত্বরে ডালা আর্কেড তৈরি করা হয়েছে। এছাড়া মাতাবাড়ি দেখে আপনি ঘুরে আসতে পারেন কসবা কালী মন্দিরেও। সেখান থেকে আপনি সোজা যান নীর মহলে। নৌকা বিহার করে আপনি ঘুরে দেখুন দেশের অন্যতম জল-প্রাসাদ।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Durga Puja Travel 2023: পুজোয় ঘুরে আসুন নীরমহল! কী ভাবে যাবেন? কোথায় থাকবেন? জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল