TRENDING:

চিনের অনর্থক হামলার প্রতিবাদে কড়া পদক্ষেপ মহারাষ্ট্র সরকারের, এক ধাক্কায় বরাত হারাল তিন সংস্থা

Last Updated:

সীমান্ত উত্তেজনার হাতে গরম খেসারত দেবে চিনা সংস্থা, হারাল ৫ হাজার কোটি টাকার প্রজেক্ট ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: লাদাখের গালওয়ান ঘাঁটিতে চিনা হামলা ৷ যার জেরে ভারতীয় সেনার ২০ জনের অকাল মৃত্যু ৷ এই ঘটনার পর দেশ জুড়ে প্রতিবাদের ঝড় বইছে ৷ সারা দেশের বিভিন্ন মহল থেকে চিনা পণ্য বয়কটের ডাক উঠেছে ৷ একাধিক পদক্ষেপ নেওয়ার ভাবনায় সরকার ৷ এরমধ্যেই মহারাষ্ট্র সরকার ভাবনাচিন্তার পর্যায় পেরিয়ে সরাসরি ধাক্কা দিল ৷ তিনটি চিনা কোম্পানির প্রজেক্ট বন্ধ করে দিল তারা৷ কেন্দ্রের সঙ্গে কথাবার্তা বলার পর তিনটি কোম্পানির কাজ আপাতত বন্ধ করে দিল মহারাষ্ট্র সরকার ৷
advertisement

এই তিনটি প্রজেক্টে মোট ৫ হাজার কোটি টাকার বিনিয়োগ রয়েছে চিনের ৷ কেন্দ্রীয় সরকার এই মুহূর্তে চিনের প্রজেক্ট নিয়ে গাইডলাইন জারি করেছে ৷

বড় প্রজেক্টগুলি র সামনে বড় প্রশ্ন

>> যে প্রজেক্টগুলি এই মুহূর্তে বন্ধ করে দেওয়া হয়েছে তার মধ্যে একটি হল পুণে -র কাছে তালেগাঁওতে ৷ ইলেকট্রিক ভেহিক্যালের বড় ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া হয়েছে ৷ এটা আনুমানিক ৩৫০০ কোটি টাকার প্রজেক্ট ৷ এই কোম্পানি ১০০০ কোটি টাকার বিনিয়োগ করত ৷ যাতে ১৫০০ মানুষ চাকরি পেতেন ৷

advertisement

>> হেঙ্গলি ইঞ্জিনিয়ারিং - এই কোম্পানির সঙ্গে পুণের তালেগাঁওতে ২৫০ কোটি টাকার বিনিয়োগ করত ৷ এখানে ১৫০ জন চাকরি পেতেন ৷

>> গ্রেট বোল মাস্টার্স অটোমোবাইল - এই সংস্থার সবচেয়ে বেশি বিনিয়োগ করার কথা ছিল ৷ এদের বিনিয়োগের পরিমাণ ছিল ৩৭৭০ কোটি টাকা ৷ এতে কাজ পেতেন ২০৪২ জন মানুষ ৷

advertisement

আরও ১২ টি কোম্পানির সঙ্গে কথা

এই সব কটি কথা ১৫ জুন হয়েছিল ৷ মহারাষ্ট্র সরকার দিন কয়েক আগে ১২টি মউ (Memorandum Of Understanding) স্বাক্ষর করেছিল ৷ তিনটি চিনা কোম্পানির প্রজেক্ট সব হোল্ড হয়ে গিয়েছিল ৷ তবে ৯ টি প্রজেক্টে এই মুহূর্তে কাজ জারি থাকবে ৷ কেন্দ্রীয় সরকার প্রতিটা রাজ্য সরকারের থেকে বিস্তারিত রিপোর্ট চেয়েছে - যেখানে তাদের চিনা সংস্থাদের কার্যকলাপ নিয়ে বিবৃতি দিতে হচ্ছে ৷ জানতে চাওয়া হয়েছে কোন কোন চিনা কোম্পানি সেখানে কাজ করছে৷

advertisement

BSNL দিয়েছিল সবার আগে ধাক্কা

এর আগে ভারত সরকারের টেলিকম ডিপার্টমেন্ট বা (BSNL) দিয়েছিল সবচেয়ে বড় ধাক্কা ৷  নিজেদের ৪ জি  আপগ্রেডেশনের জন্য চিনের জিনিস ব্যবহার বন্ধ করেছিল ৷ বিএসএনএল এই মুহূর্তে নতুন টেন্ডরের জন্য কাজ করছে ৷ টেলিকম ডিপার্টমেন্ট DoT জানিয়েছে অন্যান্য প্রাইভেট মোবাইল সংস্থাগুলি -র চিনা কোম্পানির ওপর নির্ভরতা কমাতে ব্যবস্থা করবে ৷

advertisement

রেলওয়ে চিনা কোম্পানির সঙ্গে সম্পর্ক ছেদ করেছে

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ভারতীয় রেলওয়েো চিনে তৈরি হওয়া জিনিস ট্রেনে ব্যবহারের বিষয়ে একেবারে না করে দিয়েছে ৷ ইতিমধ্যেই বেশ কিছু চিনা কোম্পানির সঙ্গে সমঝোতাও রদ করে দিয়েছে ৷ এদিকে ভারত সরকার এরইমধ্যে নিজেদের দেশে বিভিন্ন উৎপাদন বাড়ানোর ওপর জোর দিয়েছে ৷ ভারতে ১৫০০ জিনিস বিক্রি বন্ধের একটি তালিকাও তৈরি করা হয়েছে ৷

বাংলা খবর/ খবর/দেশ/
চিনের অনর্থক হামলার প্রতিবাদে কড়া পদক্ষেপ মহারাষ্ট্র সরকারের, এক ধাক্কায় বরাত হারাল তিন সংস্থা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল