এই তিনটি প্রজেক্টে মোট ৫ হাজার কোটি টাকার বিনিয়োগ রয়েছে চিনের ৷ কেন্দ্রীয় সরকার এই মুহূর্তে চিনের প্রজেক্ট নিয়ে গাইডলাইন জারি করেছে ৷
বড় প্রজেক্টগুলি র সামনে বড় প্রশ্ন
>> যে প্রজেক্টগুলি এই মুহূর্তে বন্ধ করে দেওয়া হয়েছে তার মধ্যে একটি হল পুণে -র কাছে তালেগাঁওতে ৷ ইলেকট্রিক ভেহিক্যালের বড় ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া হয়েছে ৷ এটা আনুমানিক ৩৫০০ কোটি টাকার প্রজেক্ট ৷ এই কোম্পানি ১০০০ কোটি টাকার বিনিয়োগ করত ৷ যাতে ১৫০০ মানুষ চাকরি পেতেন ৷
advertisement
>> হেঙ্গলি ইঞ্জিনিয়ারিং - এই কোম্পানির সঙ্গে পুণের তালেগাঁওতে ২৫০ কোটি টাকার বিনিয়োগ করত ৷ এখানে ১৫০ জন চাকরি পেতেন ৷
>> গ্রেট বোল মাস্টার্স অটোমোবাইল - এই সংস্থার সবচেয়ে বেশি বিনিয়োগ করার কথা ছিল ৷ এদের বিনিয়োগের পরিমাণ ছিল ৩৭৭০ কোটি টাকা ৷ এতে কাজ পেতেন ২০৪২ জন মানুষ ৷
আরও ১২ টি কোম্পানির সঙ্গে কথা
এই সব কটি কথা ১৫ জুন হয়েছিল ৷ মহারাষ্ট্র সরকার দিন কয়েক আগে ১২টি মউ (Memorandum Of Understanding) স্বাক্ষর করেছিল ৷ তিনটি চিনা কোম্পানির প্রজেক্ট সব হোল্ড হয়ে গিয়েছিল ৷ তবে ৯ টি প্রজেক্টে এই মুহূর্তে কাজ জারি থাকবে ৷ কেন্দ্রীয় সরকার প্রতিটা রাজ্য সরকারের থেকে বিস্তারিত রিপোর্ট চেয়েছে - যেখানে তাদের চিনা সংস্থাদের কার্যকলাপ নিয়ে বিবৃতি দিতে হচ্ছে ৷ জানতে চাওয়া হয়েছে কোন কোন চিনা কোম্পানি সেখানে কাজ করছে৷
BSNL দিয়েছিল সবার আগে ধাক্কা
এর আগে ভারত সরকারের টেলিকম ডিপার্টমেন্ট বা (BSNL) দিয়েছিল সবচেয়ে বড় ধাক্কা ৷ নিজেদের ৪ জি আপগ্রেডেশনের জন্য চিনের জিনিস ব্যবহার বন্ধ করেছিল ৷ বিএসএনএল এই মুহূর্তে নতুন টেন্ডরের জন্য কাজ করছে ৷ টেলিকম ডিপার্টমেন্ট DoT জানিয়েছে অন্যান্য প্রাইভেট মোবাইল সংস্থাগুলি -র চিনা কোম্পানির ওপর নির্ভরতা কমাতে ব্যবস্থা করবে ৷
রেলওয়ে চিনা কোম্পানির সঙ্গে সম্পর্ক ছেদ করেছে
ভারতীয় রেলওয়েো চিনে তৈরি হওয়া জিনিস ট্রেনে ব্যবহারের বিষয়ে একেবারে না করে দিয়েছে ৷ ইতিমধ্যেই বেশ কিছু চিনা কোম্পানির সঙ্গে সমঝোতাও রদ করে দিয়েছে ৷ এদিকে ভারত সরকার এরইমধ্যে নিজেদের দেশে বিভিন্ন উৎপাদন বাড়ানোর ওপর জোর দিয়েছে ৷ ভারতে ১৫০০ জিনিস বিক্রি বন্ধের একটি তালিকাও তৈরি করা হয়েছে ৷