দেশের একাধিক জায়গায় বিভিন্ন ব্যাঙ্কের এটিএমে মিলছে না নোট। অনেক জায়গায় বন্ধ এটিএম । যেখানে খোলা, সেখানে টাকা নেই, ঝুলছে নো ক্যাশ বোর্ড । দিল্লি, বিহার, ঝাড়খণ্ড, বারাণসী, ভোপাল, হায়দরাবাদ-সহ বেশির ভাগ শহরে এক ছবি। কলকাতা সহ পশ্চিমবঙ্গে এখনও এরকম সমস্যায় না পড়লেও দেশের অধিকাংশ রাজ্যেই নোটের আকাল ৷
advertisement
ফের দেশজুড়ে এটিএমে নোটের খরা
এমন পরিস্থিতিতে ফের মোদি সরকারের বিরুদ্ধে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ট্যুইটারে নিজের ক্ষোভ উগরে তিনি লেখেন, ‘একাধিক রাজ্যে এটিএমে টাকা নেই ৷ নোটবন্দির দিনগুলি মনে পড়ছে ৷ এটিএমে বড় নোট মিলছে না ৷ দেশে কি আর্থিক জরুরি অবস্থা চলছে?’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 17, 2018 1:06 PM IST