advertisement
গোয়েন্দাদের একটি সূত্র News18-কে জানিয়েছে, পঞ্জাবের ধর্মীয় স্থানগুলিকে টার্গেট করেছে আইএসআই৷ পাকিস্তান থেকেই ড্রোনে ওই অস্ত্রগুলি পাঠানো হয়েছে৷ পঞ্জাব পুলিশ জানিয়েছে, ৮ থেকে ১০ দিনের মধ্যে দফায় দফায় ড্রোনগুলি এসে অস্ত্রগুলি সরবরাহ করে৷ গত রবিবারই তর্ন তরন জেলায় রাজোক গ্রামে ৫টি একে ৪৭ ও গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ৷ এরপরি তদন্তে পুলিশ জানতে পেরেছে, খালিস্তানি জঙ্গি গোষ্ঠী খালিস্তান জিন্দাবাদ ফোর্সের একটি বড়সড় মডিউল কাজ করছে ওই এলাকায়৷ তাদের সাহায্য করছে জার্মানি ও পাকিস্তানের একটি জঙ্গি গোষ্ঠী৷
পুলিশ জানাচ্ছে, তিন, চার দফায় অস্ত্র সরবরাহের পরে একটি ড্রোন প্রযুক্তিগত ত্রুটিতে ভেঙে পড়ে৷ ড্রোনটি ওড়াচ্ছিল গ্রামেরই একজন৷ সুবদীপ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ৷ তাকে জেরা করতেই আরও অস্ত্র উদ্ধার হয়েছে৷ চোলা সাহিব গ্রাম থেকে আরও ৪ জনকে গ্রেফতার করেছে পঞ্জাব পুলিশ৷ ৫টি একে ৪৭ রাইফেল, ১৬টি ম্যাগাজিন, ৪৭২ রাউন্ড গুলি, ৪টি চিনা বোর পিস্তল, সঙ্গে ৮টি ম্যাগাজিন ও ৭২ রাউন্ড কার্তুজ, ৯টি হ্যান্ড গ্রেনেড, ৫টি স্যাটেলাইট ফোন, দুটি মোবাইল ফোন, ২টি ওয়্যারলেস ফোন ও ১০ টাকার নকল নোট বাজেয়াপ্ত করা হয়েছে৷
আরও ভিডিও: পুলওয়ামাতে জঙ্গি হামলার আগের মুহূর্তের ভিডিও এল প্রকাশ্যে