TRENDING:

'নেহেরুর সঙ্গে বাকি প্রধানমন্ত্রীদের গোলাবেন না', মোদিকে কড়া চিঠি মনমোহনের

Last Updated:

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর বাসভবন ঐতিহাসিক তিন মূর্তি ভবনে নেহরুর স্মৃতি বিজড়িত সামগ্রী থেকে শুরু করে নেহরু মেমোরিয়াল লাইব্রেরি রয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: জওহরলাল নেহরুর উত্তরাধিকার, স্মৃতিকে ধুয়ে মুছে ফেলার চেষ্টা করছে বিজেপি৷ কংগ্রেস অনেক দিন ধরেই এই অভিযোগ তুলছিল৷ এ বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি কড়া ভাষায় চিঠি লিখলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং৷ প্রধানমন্ত্রীকে প্রাক্তন প্রধানমন্ত্রীর বার্তা, দয়া করে নেহরুর 'লেগাসি' শেষ করার চেষ্টা করবেন না৷ নেহরু শুধু কংগ্রেসের নন, তামাম দেশের সন্তান৷
advertisement

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর বাসভবন ঐতিহাসিক তিন মূর্তি ভবনে নেহরুর স্মৃতি বিজড়িত সামগ্রী থেকে শুরু করে নেহরু মেমোরিয়াল লাইব্রেরি রয়েছে৷ কেন্দ্র জানায়, তিনমূর্তি ভবনের ভোল বদলে দেশের সব প্রাক্তন প্রধানমন্ত্রীর মিউজিয়াম গড়ে তোলা হবে৷

তিনমূর্তি ভবন

advertisement

এরপরই তীব্র প্রতিক্রিয়া জানায় কংগ্রেস৷ কংগ্রেস জানায়, ওই ভবনে অন্য প্রধানমন্ত্রীদের জায়গা দেওয়া মানে নেহরুর সম্মানকে খর্ব করার সামিল৷ কারণ, ভারতের স্বাধীনতার সঙ্গে নেহরু ওতোপ্রোত ভাবে জড়িত৷ এ বার সরাসরি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং চিঠি দিলেন প্রধানমন্ত্রী মোদিকে৷

চিঠিতে মনমোহন জানিয়েছেন, অটলবিহারী বাজপেয়ীর জমানাতেও তিনমূর্তি ভবন বা নেহরু মেমোরিয়াল লাইব্রেরির ভোল বদলানোর আলোচনা হয়নি৷ কিন্তু দুঃখের বিষয়, ভারত সরকারের এখন সেটাই নতুন অ্যাজেন্ডা৷ এমনকী নেহরুর মৃত্যুর পর সংসদে বাজপেয়ীর সম্মানজনক বক্তৃতার কথাও চিঠিতে লিখেছেন তিনি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

মনমোহন চিঠিতে লিখছেন, 'পন্ডিতজির মৃত্যুর পর অটলবিহারী বাজপেয়ী নিজে সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, এরকম একজন মহান বাসিন্দা তিন মূর্তি হয়তো আর পাবে না৷ ওই রকম দুর্দান্ত ব্যক্তিত্ব, ভদ্র, নম্র, মহান ব্যক্তি অদূর ভবিষ্যতে আর দেখতে পাবো না আমরা৷ রাজনৈতিক মতবিরোধ থাকা সত্ত্বেও বলব, দেশের প্রতি তাঁর ভালোবাসা, মহান আদর্শকে আমি শ্রদ্ধা করি৷'

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
'নেহেরুর সঙ্গে বাকি প্রধানমন্ত্রীদের গোলাবেন না', মোদিকে কড়া চিঠি মনমোহনের