TRENDING:

ভারতের বয়কটে বাতিলের পথে ইসলামাবাদে সার্ক সম্মেলন

Last Updated:

বাতিল হতে চলেছে ১৯ তম সার্ক সম্মেলন ৷ এমনটাই ইঙ্গিত মিলল ‘সার্ক চেয়ার’ দেশ নেপালের বিদেশমন্ত্রীর বিবৃতিতে ৷ বুধবার ভারতের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে বাংলাদেশ, ভুটান ও আফগানিস্তান বুধবার ইসলামাবাদে সার্ক সম্মেলন বয়কট করার সিদ্ধান্ত জানায় ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: বাতিল হতে চলেছে ১৯ তম সার্ক সম্মেলন ৷ এমনটাই ইঙ্গিত মিলল ‘সার্ক চেয়ার’ দেশ নেপালের বিদেশমন্ত্রীর বিবৃতিতে ৷ বুধবার ভারতের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে বাংলাদেশ, ভুটান ও আফগানিস্তান বুধবার ইসলামাবাদে সার্ক সম্মেলন বয়কট করার সিদ্ধান্ত জানায় ৷ সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন (সার্ক)-এর নিয়ম অনুযায়ী, কোনও একটি সদস্য রাষ্ট্রও যদি সম্মেলন বয়কট করে তাহলে সম্মেলন স্থগিত বা বাতিল করতে হবে ৷
advertisement

সার্কের চেয়ার রাষ্ট্র নেপালের বিদেশমন্ত্রী প্রকাশ শরন মাহাত এদিন জানান,‘একটা নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি হয়েছে ৷ সবার আগে সমন্বয়পূর্ণ পরিস্থিতি তৈরির প্রয়োজন, যাতে সকলেই সম্মেলনে যোগ দিতে পারে ৷’ সার্কের চেয়ার রাষ্ট্র হিসেবে নেপাল সরকার সম্মেলন সহায়ক পরিস্থিতির তৈরি করতে সব রাষ্ট্রকে আহবান করেছে ৷

তবে একই সঙ্গে বৈঠক বাতিলের ইঙ্গিত দিয়ে কাঠমাণ্ডুর তরফে জানানো হয়েছে, ‘একজন সদস্য দেশ অনুপস্থিত হলেই সম্মেলন বাতিল হয় ৷ চার্টার অনুযায়ী এমনটাই নিয়ম ৷ আট সদস্য রাষ্ট্রের মধ্যে চারটি দেশ ইতিমধ্যেই যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ৷ আমরা সমস্ত সার্ক সদস্যদের যোগ দেওয়ানোর চেষ্টা করছি ৷ একটি আদর্শ পরিবেশ তৈরি করার চেষ্টা করছি ৷’

advertisement

সার্কের চেয়ার রাষ্ট্রের এই বিবৃতির পর সার্ক সম্মেলন বাতিলের আনুষ্ঠানিক ঘোষণা শুধু মাত্রই সময়ের অপেক্ষা ৷

উরি সন্ত্রাসের পর ইসলামাবাদে সার্ক সম্মেলন বয়কট করার সিদ্ধান্ত নেয় ভারত ৷ বিদেশমন্ত্রকের তরফ থেকে জানানো হয়, পাকিস্তানের আবহাওয়া সন্ত্রাস আলোচনার অনুকূল নয়, তাই ভারত সার্ক-এর সম্মেলনে যোগ দেবে না ৷

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

এই সিদ্ধান্তে সমর্থন করে বাংলাদেশের তরফে জানানো হয়েছে, ‘একটি দেশই বরাবর শান্তি ভঙ্গ করছে ৷ বাংলাদেশ সবসময়ই সহযোগিতায় প্রস্তুত ৷ তবে বর্তমান পরিস্থিতি সার্ক উপযোগী নয় ৷’ সূত্রের খবর, সেকারণেই সার্ক বয়কট করবে বাংলাদেশ ৷ সন্ত্রাসবাদ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভুটানও ৷ সূত্রের খবর, সন্ত্রাসের প্রশ্নেই সার্ক সম্মেলনে যোগ দেবে না ভুটান ৷ এই একই ইস্যুতে সার্ক সম্মেলনে যোগ দেওয়ার ক্ষেত্রে তাদের অক্ষমতার কথা জানায় আরেক সদস্য রাষ্ট্র আফগানিস্তান ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
ভারতের বয়কটে বাতিলের পথে ইসলামাবাদে সার্ক সম্মেলন