TRENDING:

ভারতের বয়কটে বাতিলের পথে ইসলামাবাদে সার্ক সম্মেলন

Last Updated:

বাতিল হতে চলেছে ১৯ তম সার্ক সম্মেলন ৷ এমনটাই ইঙ্গিত মিলল ‘সার্ক চেয়ার’ দেশ নেপালের বিদেশমন্ত্রীর বিবৃতিতে ৷ বুধবার ভারতের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে বাংলাদেশ, ভুটান ও আফগানিস্তান বুধবার ইসলামাবাদে সার্ক সম্মেলন বয়কট করার সিদ্ধান্ত জানায় ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: বাতিল হতে চলেছে ১৯ তম সার্ক সম্মেলন ৷ এমনটাই ইঙ্গিত মিলল ‘সার্ক চেয়ার’ দেশ নেপালের বিদেশমন্ত্রীর বিবৃতিতে ৷ বুধবার ভারতের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে বাংলাদেশ, ভুটান ও আফগানিস্তান বুধবার ইসলামাবাদে সার্ক সম্মেলন বয়কট করার সিদ্ধান্ত জানায় ৷ সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন (সার্ক)-এর নিয়ম অনুযায়ী, কোনও একটি সদস্য রাষ্ট্রও যদি সম্মেলন বয়কট করে তাহলে সম্মেলন স্থগিত বা বাতিল করতে হবে ৷
advertisement

সার্কের চেয়ার রাষ্ট্র নেপালের বিদেশমন্ত্রী প্রকাশ শরন মাহাত এদিন জানান,‘একটা নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি হয়েছে ৷ সবার আগে সমন্বয়পূর্ণ পরিস্থিতি তৈরির প্রয়োজন, যাতে সকলেই সম্মেলনে যোগ দিতে পারে ৷’ সার্কের চেয়ার রাষ্ট্র হিসেবে নেপাল সরকার সম্মেলন সহায়ক পরিস্থিতির তৈরি করতে সব রাষ্ট্রকে আহবান করেছে ৷

তবে একই সঙ্গে বৈঠক বাতিলের ইঙ্গিত দিয়ে কাঠমাণ্ডুর তরফে জানানো হয়েছে, ‘একজন সদস্য দেশ অনুপস্থিত হলেই সম্মেলন বাতিল হয় ৷ চার্টার অনুযায়ী এমনটাই নিয়ম ৷ আট সদস্য রাষ্ট্রের মধ্যে চারটি দেশ ইতিমধ্যেই যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ৷ আমরা সমস্ত সার্ক সদস্যদের যোগ দেওয়ানোর চেষ্টা করছি ৷ একটি আদর্শ পরিবেশ তৈরি করার চেষ্টা করছি ৷’

advertisement

সার্কের চেয়ার রাষ্ট্রের এই বিবৃতির পর সার্ক সম্মেলন বাতিলের আনুষ্ঠানিক ঘোষণা শুধু মাত্রই সময়ের অপেক্ষা ৷

উরি সন্ত্রাসের পর ইসলামাবাদে সার্ক সম্মেলন বয়কট করার সিদ্ধান্ত নেয় ভারত ৷ বিদেশমন্ত্রকের তরফ থেকে জানানো হয়, পাকিস্তানের আবহাওয়া সন্ত্রাস আলোচনার অনুকূল নয়, তাই ভারত সার্ক-এর সম্মেলনে যোগ দেবে না ৷

সেরা ভিডিও

আরও দেখুন
কাজ নেই-র দিন শেষ,ছাদের তলায় বসেই কয়েক হাজার টাকা রোজগার ঘরের বউদের,সংসার চলছে রমরমিয়ে
আরও দেখুন

এই সিদ্ধান্তে সমর্থন করে বাংলাদেশের তরফে জানানো হয়েছে, ‘একটি দেশই বরাবর শান্তি ভঙ্গ করছে ৷ বাংলাদেশ সবসময়ই সহযোগিতায় প্রস্তুত ৷ তবে বর্তমান পরিস্থিতি সার্ক উপযোগী নয় ৷’ সূত্রের খবর, সেকারণেই সার্ক বয়কট করবে বাংলাদেশ ৷ সন্ত্রাসবাদ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভুটানও ৷ সূত্রের খবর, সন্ত্রাসের প্রশ্নেই সার্ক সম্মেলনে যোগ দেবে না ভুটান ৷ এই একই ইস্যুতে সার্ক সম্মেলনে যোগ দেওয়ার ক্ষেত্রে তাদের অক্ষমতার কথা জানায় আরেক সদস্য রাষ্ট্র আফগানিস্তান ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
ভারতের বয়কটে বাতিলের পথে ইসলামাবাদে সার্ক সম্মেলন