TRENDING:

আধার নিয়ে রিজার্ভ ব্যাঙ্কের নয়া নির্দেশিকা

Last Updated:

আধার নিয়ে রিজার্ভ ব্যাঙ্কের নয়া নির্দেশিকা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: আধার নিয়ে জল্পনা ও ধোঁয়াশা কাটিয়ে রিজার্ভ ব্যাঙ্ক স্পষ্টভাবে জানিয়ে দিল সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযুক্তিকরণ বাধ্যতামূলক ৷ সম্প্রতি বেশ কিছু সংবাদমাধ্যম তাদের রিপোর্টে জানিয়েছিল, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার যোগ বাধ্যতামূলক নয় ৷ RBI -এর এদিনের নির্দেশিকা সেই সমস্ত মিডিয়া রিপোর্টকে খারিজ করে দেয় ৷
advertisement

আর্থিক তছরুপ বিরোধী এক বিবৃতিতে আবারও রিজার্ভ ব্যাঙ্ক জানায়, নতুন হোক বা পুরনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট, গ্রাহককে নিজের আধার নম্বর লিঙ্ক করতেই হবে ৷ শনিবার এই বিবৃতিতে RBI বলে, আর্থিক তছরুপ আটকাতে তৈরি আইনের দ্বিতীয় সংশোধনী অনুযায়ী আধার নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্তিকরণ বাধ্যকামূলক ৷ এই নির্দেশ প্রতিটি ব্যাঙ্ককেই কার্যকর করতে হবে ৷

advertisement

জুন মাসেই আধারকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রেও বাধ্যতামূলক বলে নির্দেশিকা জারি করে কেন্দ্রীয় অর্থমন্ত্রক ৷ কেবল অ্যাকাউন্ট খোলার জন্য নয়, ৫০,০০০ টাকা ও তার বেশি লেনদেনের ক্ষেত্রেও আধার কার্ড বাধ্যতামূলক ৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কেন্দ্রের তরফে জানানো হয়, এবার থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক ৷ যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে তাদের ৩১ ডিসেম্বর ২০১৭ মধ্যে সেটি আধার নম্বরের সঙ্গে লিঙ্ক করতে হবে ৷ না হলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কোনও লেনদেন করা যাবে না ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
আধার নিয়ে রিজার্ভ ব্যাঙ্কের নয়া নির্দেশিকা