লাদাখ পরিস্থিতি নিয়ে সর্বদল বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘চিনে কোনও গণতন্ত্র নেই। তারা একনায়কতন্ত্র চালাচ্ছে। তারা যা ভাবে, তাই করে। আমাদের একসঙ্গে কাজ করতে হবে। ভারত জিতবেই, চিন হারবে। আমাদের একজোট হয়ে কথা বলতে হবে। ঐক্যবদ্ধ হওয়ার কথা ভাবতে হবে। আমরা একযোগে সরকারের পাশে আছি।’
মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘ডোকলাম পশ্চিমবঙ্গের খুব কাছে। রাজ্যের চিকেন নেকও স্পর্শকাতর এলাকা। অর্থাৎ আমি এটাই বলতে চাই যে আমাদের গোটা পরিস্থিতির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে।’
advertisement
ভারত চিন সীমান্তে পূর্ব লাদাখের গালওয়ার উপত্যকায় ২০ ভারতীয় সেনার মৃত্যু নিয়ে অস্বস্তিতে সরকার ৷ লাদাখ পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য এ দিন বিকেলেই সর্বদল বৈঠকের ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠকে অংশ নেন৷ এছাড়াও উদ্ধব ঠাকরে, এম কে স্ট্যালিন, সীতারাম ইয়েচুরি, নীতীশ কুমার, জগন মোহন রেড্ডি, এন চন্দ্রবাবু নাইডু, শরদ পাওয়ার, অখিলেশ যাদবের মতো নেতাদের এই বৈঠকে অংশ নিয়েছিলেন৷