TRENDING:

রাজনৈতিক টানাপোড়েনের জের ! প্রজাতন্ত্র দিবসে ভারতের অতিথি হওয়ার আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন ট্রাম্প

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: প্রজাতন্ত্র দিবসে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে অতিথি হিসেবে নিমন্ত্রণ জানানো নিয়ে অনেকদিন থেকেই চলছিল জল্পনা । তবে এবার যাবতীয় জল্পনার আপাত অবসান ঘটিয়ে জানা গিয়েছে এই অনুষ্ঠানে আসবেন না ট্রাম্প। সংবাদ সূত্রের খবর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের কাছে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে মার্কিন আধিকারিকের চিঠি যেখানে বলা হয়েছে সরকারি কাজকর্মে আটকে যাওয়ার দরুণ আসতে পারবেন না ট্রাম্প । এই বিষয়ে আক্ষেপ জানিয়েছে মার্কিন সরকার ।
advertisement

চলতি বছরের এপ্রিল মাসেই সরকারি তরফ থেকে ট্রাম্পকে প্রজাতন্ত দিবসের প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ পাঠানো হয় ট্রাম্পকে । মার্কিন সরকারের তরফে জানানো হয়েছিল সেপ্টেম্বরের ২+২ দ্বিপাক্ষিক বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন তাঁরা ।

আরও পড়ুন: এই তিন অস্ত্রেই ১৯-র নির্বাচনে মোদি সরকারকে ঘায়েল করবেন চিদম্বরম

advertisement

তবে রাজনৈতিক মহলের একাংশের মতে সাম্প্রতিক কালে বেশ কিছু কারণে ভারত-আমেরিকা রাজনৈতিক সম্পর্কে দ্বন্দ্বের সূত্রপাত হয়েছে । মূলত ভারত-রাশিয়া সামরিক চুক্তি ও ইরানের সঙ্গে তেলের রফতানি-এই দুই কারণেই দুই দেশের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়েছে ।

আরও পড়ুন: প্রয়াত দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী, শোকপ্রকাশ নরেন্দ্র মোদির

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ট্রাম্প প্রশাসন আগেও জানিয়েছিল যে সমস্ত রাষ্ট্র রাশিয়ার সঙ্গে সামরিক ও নিরাপত্তামূলক চুক্তিতে আবদ্ধ হবে তাঁদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে । তবে এই ঘোষণার পরেও রাশিয়ার সঙ্গে সামরিক চুক্তিতে আবদ্ধ হয় ভারত । এছাড়াও ইরানের সঙ্গে তেল রফতানি বন্ধ করার জন্য ৪ নভেম্বর পর্যন্ত একটি ডেডলাইনও দিয়েছিল ট্রাম্প সরকার কিন্তু তাতে সায় দেয়নি দিল্লি । ইরান থেকেই তেল রফতানি করছে নয়াদিল্লি।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
রাজনৈতিক টানাপোড়েনের জের ! প্রজাতন্ত্র দিবসে ভারতের অতিথি হওয়ার আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন ট্রাম্প