চলতি বছরের এপ্রিল মাসেই সরকারি তরফ থেকে ট্রাম্পকে প্রজাতন্ত দিবসের প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ পাঠানো হয় ট্রাম্পকে । মার্কিন সরকারের তরফে জানানো হয়েছিল সেপ্টেম্বরের ২+২ দ্বিপাক্ষিক বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন তাঁরা ।
আরও পড়ুন: এই তিন অস্ত্রেই ১৯-র নির্বাচনে মোদি সরকারকে ঘায়েল করবেন চিদম্বরম
advertisement
তবে রাজনৈতিক মহলের একাংশের মতে সাম্প্রতিক কালে বেশ কিছু কারণে ভারত-আমেরিকা রাজনৈতিক সম্পর্কে দ্বন্দ্বের সূত্রপাত হয়েছে । মূলত ভারত-রাশিয়া সামরিক চুক্তি ও ইরানের সঙ্গে তেলের রফতানি-এই দুই কারণেই দুই দেশের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়েছে ।
আরও পড়ুন: প্রয়াত দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী, শোকপ্রকাশ নরেন্দ্র মোদির
ট্রাম্প প্রশাসন আগেও জানিয়েছিল যে সমস্ত রাষ্ট্র রাশিয়ার সঙ্গে সামরিক ও নিরাপত্তামূলক চুক্তিতে আবদ্ধ হবে তাঁদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে । তবে এই ঘোষণার পরেও রাশিয়ার সঙ্গে সামরিক চুক্তিতে আবদ্ধ হয় ভারত । এছাড়াও ইরানের সঙ্গে তেল রফতানি বন্ধ করার জন্য ৪ নভেম্বর পর্যন্ত একটি ডেডলাইনও দিয়েছিল ট্রাম্প সরকার কিন্তু তাতে সায় দেয়নি দিল্লি । ইরান থেকেই তেল রফতানি করছে নয়াদিল্লি।