পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযুক্তের নাম রোহিত সঞ্জয় দেঠে (২৪), যিনি মানচারের সিদ্ধার্থ নগরের বাসিন্দা। নিহত ভাই সৌরভ (২২) ছিলেন অবিবাহিত।
প্রাথমিক তদন্তে জানা গেছে, বুধবার সন্ধ্যায় অভিযুক্ত রোহিতের স্ত্রী নন্দিনী বাড়ির কাছে কাপড় কাচছিলেন। সেই সময় সঞ্জয় সেখানে কোনো কাজ করছিলেন, এবং আচমকাই কিছু জল গিয়ে নন্দিনীর গায়ে পড়ে। এই ঘটনায় রোহিত ক্ষিপ্ত হয়ে যান এবং রাগের বশে ছুরি দিয়ে সঞ্জয়কে বারবার আঘাত করেন।
advertisement
আরও পড়ুন: প্রেমিকার জন্মদিনের উৎসবে প্রেমিককে চরম শাস্তি মেয়ের বাবার! কুঠারের ৩ আঘাতেই সব শেষ…
খবর পেয়ে পুনে গ্রামীণ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং গুরুতর আহত সঞ্জয়কে হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায়ই তিনি মারা যান।
ঘটনার বিষয়ে পুলিশ ইন্সপেক্টর শ্রিকান্ত কঙ্কাল বলেন, “আমরা রোহিতকে তার ভাইকে হত্যার অভিযোগে গ্রেফতার করেছি। অভিযুক্ত, তার স্ত্রী এবং নিহত ভাই একসঙ্গে থাকতেন। তদন্তে উঠে এসেছে যে দুই ভাইয়ের মধ্যে আগে থেকেই শত্রুতা ছিল, এবং নন্দিনীর গায়ে জল পড়া নিয়ে শুরু হওয়া ঝগড়াই হয়তো এই হত্যাকাণ্ডের কারণ হয়ে থাকতে পারে।”