TRENDING:

Instagram reels: রিল বানাতে ডিএসএলআর চাই, তাই মালিকের বাড়ির গয়না চুরির অভিযোগ! ধৃত পরিচারিকা

Last Updated:

Social media influencer: সমাজমাধ্যমে পরিচিতি বাড়ানোর জন্য চুরির অভিযোগ উঠল এক পরিচারিকার বিরুদ্ধে। দিল্লি থেকে নীতু নামের সেই পরিচারিকাকে গ্রেফতারও করা হয়েছে চুরির অভিযোগে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দ্বারকা: সমাজমাধ্যমে নিজের পরিচিতি বাড়িয়ে ইনফ্লুয়েন্সার হওয়ার স্বপ্ন অনেকেই দেখেন। বর্তমানে সমাজমাধ্যম নিজের পরিচিতি বাড়ানোর এক গুরুত্বপূর্ণ জায়গা। সেই সমাজমাধ্যমে পরিচিতি বাড়ানোর জন্য অনেকেই অনেক রকম কাজ করেন। তবে এবার সমাজমাধ্যমে পরিচিতি বাড়ানোর জন্য চুরির অভিযোগ উঠল এক পরিচারিকার বিরুদ্ধে। দিল্লি থেকে নীতু নামের সেই পরিচারিকাকে গ্রেফতারও করা হয়েছে চুরির অভিযোগে।
রিল বানাতে চুরি!
রিল বানাতে চুরি!
advertisement

আরও পড়ুন: আগামী আইপিএলে মুম্বই দলে বড় ভাঙনের সম্ভাবনা, দল ছাড়তে পারেন দুই বিশ্বকাপজয়ী তারকা

অভিযুক্ত পরিচারিকা দ্বারকাতে একজনের বাড়িতে কাজ করতেন। তার হঠাৎ শখ হয়, সে সমাজমাধ্যমে জনপ্রিয় হবে, তাই লক্ষাধিক টাকার সোনার গয়না চুরি করে সে। এই সোনার গয়না বিক্রি করে সে একটি ডিএসএলআর কেনার পরিকল্পনা করেছিল। সেই ডিএসএলআর দিয়ে ইউটিউব এবং ইনস্টাগ্রামের জন্য ভিডিও বানাবে।

advertisement

আরও পড়ুন: সুপ্রিম কোর্টের রায়েও শান্তি ফিরল না বাংলাদেশে, সংরক্ষণ সম্পূর্ণ তুলতে হবে, দাবি বিক্ষোভকারীদের

জানা গিয়েছে গয়না চুরি করার কিছু দিন আগেই তাকে সেখানে কাজে নিযুক্ত করা হয়েছিল। অল্প দিনের মধ্যে মালিকের পরিবারের বিশ্বাস আদায় করে নেয় অভিযুক্ত মহিলা। কিন্তু সেই পরিবারের ভরসার দাম দিতে পারেনি ৩০ বছর বয়সি নীতু। চুরির অভিযোগে দ্বারকা জেলা পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্ত নীতুকে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে দু’টি সোনার চুরি, একটি রুপোর গলার হার এবং এক জোড়া রুপোর নূপুর। গয়না চুরি করে সে দিল্লির উদ্দেশে পালানোর পরিকল্পনা করছিল, তখনই তাকে গ্রেফতার করা হয়, জানিয়েছে পুলিশ।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Instagram reels: রিল বানাতে ডিএসএলআর চাই, তাই মালিকের বাড়ির গয়না চুরির অভিযোগ! ধৃত পরিচারিকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল