মৃতা শহীদুন্নিসা আনসারি মুম্বইয়ের ভান্ডুপের বাসিন্দা ছিলেন। তাঁর আত্মীয় পরিজনদের অভিযোগ, হাসপাতালে চিকিৎসা পরিষেবায় যথেষ্ট গাফিলতি ছিল৷ টানা দু’দিন ধরে তাঁদের বিক্ষোভের জেরে মঙ্গলবার ও বুধবার উত্তেজনা তৈরি হয় হাসপাতালে৷
আরও পড়ুন : গরম থেকে বাঁচতে ফ্রিজের কনকনে ঠান্ডা জল গলায় ঢালেন? হার্টের কত বড় ক্ষতি! এখনই ভুলটা জেনে সতর্কতা নিন
advertisement
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী সোমবার মুম্বইয়ে ঘন ঘন বিদ্যুৎ বিপর্যয়ের জেরে ডাক্তাররা বাধ্য হন মোবাইল ফোনের টর্চলাইটে অন্তঃসত্ত্বার অস্ত্রোপচার করতে৷ বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের এক্সিকিউটিভ স্বাস্থ্য আধিকারিক স্বীকার করে নিয়েছেন সিওন হাসপাতালে জেনারেটরে কিছু যান্ত্রিক ত্রুটি ছিল৷ তাই ডাক্তাররা বাধ্য হন মোবাইলের ফ্লাশলাইটের আলোয় সি সেকশন অস্ত্রোপচার করতে৷ সন্তান প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণে তরুণীর শারীরিক পরিস্থিতির দ্রুত অবনতি হয়৷
বিএমসি আধিকারিকের বক্তব্য, প্রসবজনিত রক্তক্ষরণ বা পিপিএইচ আগে থেকে অনুমান করা যায় না৷ ভারতে প্রসবকালীন মৃত্যুর অন্যতম কারণ পিপিএইচ বা পোস্টপার্টাম হেমারেজ৷