সূত্রের খবর, চিকিৎসকদের পেশ করা রিপোর্টে বলা হয়েছে, রাজধানীর এই মুহূর্তে যা স্বাস্থ্য পরিকাঠামো তা দিল্লিবাসীদেরই প্রাধান্য দিয়ে চিকিৎসা করা উচিত ৷ করোনা ভাইরাসের সংক্রমণের দাপটে হাসপাতালে বেড পাওয়া দায় ৷ তাই যে হারে সংক্রমণ বাড়ছে তাতে রোগীদের জন্য দরকার আরও বেড ৷ আজকের দিনে দাঁড়িয়ে দিল্লিতে সব হাসপাতাল মিলিয়ে যত সংখ্যক বেড আছে, তা ৩ দিনের মধ্যে ভরে যাবে ৷ এর থেকে বেশি রোগীর চিকিৎসার ভার রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর পক্ষে বহন করা প্রায় অসম্ভব কাজ বলে উল্লেখ করা হয়েছে ওই রিপোর্টে ৷ উল্লেখ্য, করোনা সংক্রমণের মোকাবিলা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ১ জুন রাজধানীর সীমানা সীল করার বিষয়ে জনতার পরামর্শ চেয়েছিলেন ৷ ২ জুন কেজরিওয়াল সরকার বিশেষজ্ঞদের কমিটিও তৈরি করে ৷
advertisement
মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল পাঁচ চিকিৎসক কমিটির সুপারিশ ও প্রস্তাব যদি লাগু করেন, তাহলে আপাতত দিল্লিতে বাইরে থেকে আসা রোগীরা চিকিৎসা পাবেন না ৷ একইসঙ্গে করোনা ছাড়া অন্য কোনও রোগে আক্রান্ত রোগীদেরও অনেক সমস্যায় পড়তে হতে পারে ৷ দিল্লিবাসী নয়, করোনা ছাড়া অন্য কোনও রোগে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রেও একই নিয়ম লাগু করা হবে কিনা সে বিষয়ে চিকিৎসদের রিপোর্টে কিছু বলা হয়েছে কিনা তা স্পষ্টভাবে জানা যায়নি ৷
শেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী, দিল্লিতে গত ২৪ ঘণ্টায় ১৩৩০ জনের নতুন করে সংক্রমণের রিপোর্ট ধরা পড়েছে ৷ দিল্লিতে মোট আক্রান্তের সংখ্যা ২৬ হাজার ছাড়িয়ে গিয়েছে ৷ করোনায় মৃত্যু হয়েছে ৭০৮ জনের ৷