TRENDING:

Health Tips: ওষুধে নয়, আজব উপায়ে চিকিৎসা! বহু বছর ধরে এভাবেই মিরাকেল করছেন 'ডাক্তারবাবু'

Last Updated:

Health Tips: রাজস্থানের কোটার অধিকাংশ মানুষ ভেষজ কিংবা বনৌষধির উপরেই আস্থা রাখেন। ফলে প্রতিনিয়ত ভিড় জমে যায় শম্ভু সিং চৌবদারের কাছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ প্রযুক্তি এবং মেডিকেল পরিকাঠামো দিন দিন উন্নত হচ্ছে। কিন্তু আজও রাজস্থানের কোটার অধিকাংশ মানুষ ভেষজ কিংবা বনৌষধির উপরেই আস্থা রাখেন। ফলে প্রতিনিয়ত ভিড় জমে যায় শম্ভু সিং চৌবদারের কাছে। তিনি আবার পেশায় একজন চিত্রশিল্পীও বটে! জানলে হয়তো অবাক হবেন যে, জন্ডিস এবং নিউমোনিয়ার মতো রোগের চিকিৎসাও করেন শম্ভু। আর রোগীরা তাঁর ওষুধ খেয়ে সেরেও ওঠেন। এই গল্পই আজ শুনে নেওয়া যাক।
চিকিৎসক শম্ভু সিং চৌবদার
চিকিৎসক শম্ভু সিং চৌবদার
advertisement

শম্ভু সিং চৌবদার বলেন যে, বন-জঙ্গলে যে সব ভেষজ পাওয়া যায়, তা দিয়েই রোগীদের চিকিৎসা করেন তিনি। আসলে তাঁর মতে, বন-জঙ্গল এবং পাহাড়ে নানা ধরনের জীবনদায়ী ঔষধির গাছ রয়েছে। এর মধ্যে কিছু কিছু আয়ুর্বেদিক ভেষজ নিউমোনিয়ার জন্য খুবই উপকারী। এই রোগে সব থেকে বেশি প্রভাবিত হয় ফুসফুস। ফলে নিম গাছ এই রোগের চিকিৎসায় ব্যবহার করা যেতে পারে। নিম দাঁতন করে কিংবা নিম পাতার রস পান করে রোগ উপশম করা সম্ভব।

advertisement

আরও পড়ুনঃ প্রচণ্ড গরমের তাপে নষ্ট হয়েছে বহু কুলার-পাখা, ভারতের ‘এই’ শহরের পরিস্থিতি সাংঘাতিক!

শুধু তা-ই নয়, জন্ডিসের মতো রোগও মাত্র এক সপ্তাহেই সারিয়ে তোলেন তিনি। জন্ডিস রোগের চিকিৎসাও বেশ অভিনব। শম্ভুর বক্তব্য, রোগীদের একটি ভেষজের মালা পরিয়ে দেন। রোগ সেরে যাওয়ার সঙ্গে সঙ্গে মালাটি বড় হতে থাকে। এই দাওয়াইয়ের পাশাপাশি ডাক্তারের পরামর্শ মতো ওষুধও খাওয়া যেতে পারে।

advertisement

শম্ভুর কাছে প্রতিদিন শতাধিক রোগীর ভিড় জমে। কোটা এবং কোটার আশপাশের এলাকা থেকে আসেন রোগীরা। এমনকী সমাজের গণ্যমান্য ব্যক্তি এবং নেতারাও তাঁর কাছে ওষুধ নিতে আসেন। শম্ভুর কাছে আসা এক জন্ডিস রোগী জানান, “দীর্ঘ দিন ধরে জন্ডিসে ভুগছিলাম। চিকিৎসকদের কাছে গিয়েও লাভ হয়নি। এক পরিচিতের কাছ থেকে শম্ভুর কথা জেনে তাঁর কাছে গিয়েছিলাম। পাঁচ-ছয় দিন পরেই রোগ সেরে যায়। আসলে শম্ভু সিংয়ের দেওয়া ভেষজ ও গুল্ম থেকে অনেক উপকার পাওয়া যায়।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

কিন্তু কীভাবে এই পেশায় এলেন শম্ভু? তাঁর কথায়, বাবার জন্যই মূলত এই পেশায় এসেছেন তিনি। আসলে শম্ভুর বাবা দুর্গাদাসও একই কাজ করতেন। তিনি বন-জঙ্গল থেকে ভেষজ সংগ্রহ করে মানুষের রোগের চিকিৎসা করতেন। ফলে তাঁর কাছেই এই কাজের হাতেখড়ি!

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Health Tips: ওষুধে নয়, আজব উপায়ে চিকিৎসা! বহু বছর ধরে এভাবেই মিরাকেল করছেন 'ডাক্তারবাবু'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল