TRENDING:

রোগীকে সংজ্ঞাহীন করে চা খেতে গেলেন চিকিৎসক, থেমে থাকল অস্ত্রোপচার! নাগপুরে আজব কাণ্ড

Last Updated:

প্রশাসনের কর্তাদের দাবি, ওই শিবিরে যে আটটি অস্ত্রোপচার হওয়ার কথা ছিল, সবকটিই সফল হয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নাগপুর: অস্ত্রোপচােরর জন্য রোগীকে সংজ্ঞাহীন করলেন চিকিৎসক৷ তার পরেই হঠাৎ করে উধাও হয়ে গেলেন তিনি৷ শেষ পর্যন্ত প্রায় ঘণ্টা চারেক পর সেই চিকিৎসককে কার্যত ধরে বেঁধে আনার পর তিনি অস্ত্রোপচার রোগীদের অস্ত্রোপচার শেষ করলেন৷ এমনই আজব ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের নাগপুর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে খাট গ্রামে৷ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, খাট গ্রামের একটি জন্ম নিয়ন্ত্রণ ক্যাম্পে এই ঘটনা ঘটেছে৷ গত ৩ নভেম্বর ওই শিবিরে মোট সাতজন মহিলা এবং একজন পুরুষের জন্ম নিয়ন্ত্রণের জন্য অস্ত্রোপচার করার কথা ছিল৷ অভিযুক্ত চিকিৎসক খাট গ্রাম থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরের একটি গ্রামীণ হাসপাতালের সঙ্গে যুক্ত৷

ডক্টর ভালাভি নামে ওই চিকিৎসক অস্ত্রোপচারের জন্য চার জন মহিলাকে একসঙ্গে অস্ত্রোপচার করার জন্য সংজ্ঞাহীন করেন৷ এর পরেই শিবিরের দায়িত্বে থাকা সরকারি কর্মীদের কাছে চা চান তিনি৷ কিন্তু প্রত্যন্ত গ্রামের ওই শিবিরে চায়ের ব্যবস্থা না থাকায় সেখান থেকে বেরিয়ে যান ওই চিকিৎসক৷ এর পরে আর ফেরেননি তিনি৷

advertisement

আরও পড়ুন:‘আমার বিরুদ্ধে প্রমাণ থাকলে আমি ফাঁসির মঞ্চে যেতে প্রস্তুত…’ ইডি অফিস থেকে বেরিয়ে সরব অভিষেক

এ দিকে চিকিৎসক না ফেরায় ওই চার মহিলা রোগীও সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকেন৷ ওই প্রতিবেদন অনুযায়ী, রোগীদের অস্ত্রোপচারের মাঝখানে ফেলে রেখে অভিযুক্ত চিকিৎসক প্রায় ৫০ কিলোমিটার দূরে গ্রামীণ হাসপাতালে ফিরে আসেন৷ দীর্ঘক্ষণ চিকিৎসক না ফেরায় গ্রামবাসীরা জেলা প্রশা়সনের কর্তাদের বিষয়টি জানান৷ এর পরেই শুরু হয় ওই চিকিৎসকের খোঁজ৷ শেষ পর্যন্ত প্রশাসনিক হস্থক্ষেপে সন্ধে সাতটা নাগাদ ওই চিকিৎসক খাট গ্রামের স্বাস্থ্য শিবিরে ফেরেন৷ তখন হাঁফ ছেড়ে বাঁচেন রোগী এবং তাঁদের আত্মীয়রা৷

advertisement

জেলা প্রশাসনের কর্তারা বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন৷ তবে প্রশাসনের কর্তাদের দাবি, ওই শিবিরে যে আটটি অস্ত্রোপচার হওয়ার কথা ছিল, সবকটিই সফল হয়েছে৷ তবে এই ঘটনায় জেলা স্বাস্থ্য আধিকারিকের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে৷

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

তবে সরকারি ভাবে কেউ মুখ না খুললেও স্বাস্থ্য দফতরের এক আধিকারিক জানিয়েছেন, অভিযুক্ত ওই চিিকৎসক ডায়াবেিটসের রোগী৷ সকাল থেকে চারটি অস্ত্রোপচার করার পর শারীরিক অস্বস্তি দেখা দেওয়ায় চা খেতে চান তিনি৷ কিন্তু ওই শিবিরে চায়ের ব্যবস্থা ছিল না৷ সম্ভবত রক্তের ব্লাড সুগারের মাত্রা কমে গিয়েই ওই চিকিৎসকের সমস্যা দেখা দেয় বলে দাবি করেছেন স্বাস্থ্য দফতরের ওই কর্তা৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
রোগীকে সংজ্ঞাহীন করে চা খেতে গেলেন চিকিৎসক, থেমে থাকল অস্ত্রোপচার! নাগপুরে আজব কাণ্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল