এরই মধ্যে, মিশন সেবা-এর আওতায় পাঁচজন অসুস্থ ব্যক্তিকে সহায়তা করল RPF। পূর্ব রেলওয়ের রেলওয়ে সুরক্ষা বাহিনী (RPF) যাত্রীদের নিরাপত্তার প্রতি খেয়াল রাখছে। হাওড়া এবং শিয়ালদহ ডিভিশনের RPF কর্মীরা মিশন সেবা-র আওতায় সময়োপযোগী সেবা করে পাঁচজন আহত বা অসুস্থ যাত্রীকে উদ্ধার করে এবং তাৎক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিত করে।
উদ্ধারকৃত ব্যক্তিদের মধ্যে, বর্ধমানে, হৃদয়পুর-মধ্যমগ্রাম, বিধাননগর-দমদম এবং ধৌনি-বরহাট রেলওয়ে স্টেশনের মধ্যে চারজন ব্যক্তিকে আহত অবস্থায় পাওয়া গেছে। এছাড়াও, বোলপুর রেলওয়ে স্টেশনে ট্রেন নম্বর ১২৩৪৪ (দার্জিলিং মেল) -এ ভ্রমণকারী একজন মহিলা যাত্রী অসুস্থ অবস্থায় শনাক্ত হয়েছেন।যাত্রীদের বড় অংশের অভিযোগ, অন বোর্ড ট্রেনে যথাসময়ে কর্মী পাওয়া যায় না যাকে গোটা বিষয়টি জানিয়ে ট্রেন থামানো যাবে। বেশ কয়েক মাস আগে হাওড়া-পুরী বন্দেভারত এক্সপ্রেসে এমন একটা ঘটনা ঘটেছিল। তাতে ওই যাত্রীর মৃত্যু হয়৷ এছাড়া বিভিন্ন রেল স্টেশনেও চিকিৎসক খুঁজে পাওয়া মুশকিল হয়৷ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত জানিয়েছেন, যাত্রীদের সুরক্ষা এবং জরুরি অবস্থার সময় কার্যকরভাবে সাড়া দেওয়ার ক্ষেত্রে রেলবাহিনীর পদক্ষেপ ছিল গুরুত্বপূর্ণ। পাঁচজন ব্যক্তিকে প্রয়োজনীয় চিকিৎসার জন্য নিকটবর্তী সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
advertisement
