আরও পড়ুন- ৬ জন স্বামীর থেকে খোরপোশ নেন! শুধু ৭ নম্বর বিয়ের পর বেকায়দায় এই মহিলা
যে ক্লিনিকে তাঁকে ধর্ষণ করা হয়েছে, সেই ক্লিনিকে কাজ করেন নিগৃহীতা নার্স। অভিযোগ, ক্লিনিকের চিকিৎসক শাহনাওয়াজ ওই নার্সকে ধর্ষণ করেন। ধর্ষণে অভিযুক্ত আরও একজনের নাম জুনায়েদ। অভিযোগ উঠেছে মেহনাওাজ নামে এক মহিলারও বিরুদ্ধেও। ধর্ষিতার বাবার কথায় ক্লিনিকটির খোঁজ মেলে। মোরাদাবাদের গ্রামীণ এসপি সন্দীপ কুমার মীনা বলেছেন, “১৮ আগস্ট মোরাদাবাদের ঠাকুরদ্বারা থানা এলাকায় একটি অভিযোগ পাওয়া গিয়েছে। অভিযোগকারী বলেছেন যে তাঁর মেয়েকে ধর্ষণ করা হয়েছে…।”
advertisement
সেই অভিযোগের ভিত্তিতে তিনজনকে শনাক্ত করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। বিএনএস এবং এসসি/এসটি আইনের 64, 351/2 এবং 127/2 ধারায় অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নির্যাতিতার শারীরিক পরীক্ষা করা হয়েছে। উক্ত ক্লিনিকটিও বন্ধ করে দেওয়া হয়েছে।