বেঙ্গালুরু: রোগীকে দেখতে গিয়ে বিবস্ত্র করে আপত্তিকর কাজের অভিযোগ উঠল চিকিৎসকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। জানা গিয়েছে ৫৬ বছর বয়সি এক চর্মরোগ বিশেষজ্ঞের কাছে চিকিৎসার জন্য গিয়েছিলেন ২১ বছরের এক তরুণী। সেই সময়ই তাকে হেনস্থা করেন ওই চিকিৎসক।
advertisement
পুলিশের কাছে অভিযোগপত্রে তরুণী জানিয়েছেন, ১৮ অক্টোবর স্কিন ইনফেকশনের জন্য ডাঃ প্রবীণের চেম্বারে দেখাতে যান ওই তরুণী। সেই সময়েই ওই চিকিৎসক জোর করে তরুণীকে পোশাক খুলতে বাধ্য করে। এখানেই তার কীর্তি থেমে থাকেনি। এর পরে ওই তরুণীর আপত্তিকর জায়গায় স্পর্শ করে ওই চিকিৎসক, সেই সঙ্গে চুম্বন এবং আলিঙ্গন করে।
আরও পড়ুন: ভয়াবহ দুর্ঘটনা! উড়ে এল স্করপিও,রাস্তায় দাঁড়ানো ব্যক্তিকে টেনে নিয়ে ঢুকে গেল দোকানে,মৃত
তারপরে তরুণীকে নিয়ে অশ্লীল মন্তব্য করেন ডাঃ প্রবীণ এবং পরে একটি হোটেলে দেখাও করতে বলেন বলে জানা গিয়েছে। চেম্বার থেকে বেরিয়েই তরুণী পরিবারকে গোটা ঘটনা জানান এবং পুলিশে অভিযোগ দায়ের করা হয়, অভিযোগ পাওয়ার পরেই পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযুক্তকে গ্রেফতার করে তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্তে নেমেছে প্রশাসন।