TRENDING:

দিল্লি লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণে 'বড়' মোড়! আত্মঘাতী জ*ঙ্গি উমর নবিই, ম্যাচ করে গেল DNA!

Last Updated:

গাড়িতে উদ্ধার দেহাংশর সঙ্গে ম্যাচ করে গেল DNA। উমরের মা-ভাইয়ের সঙ্গে DNA-র ১০০% মিল রয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনায় বড় রহস্য উন্মোচন। দিল্লিতে আত্মঘাতী জঙ্গি উমর নবিই। গাড়িতে উদ্ধার দেহাংশর সঙ্গে ম্যাচ করে গেল DNA। উমরের মা-ভাইয়ের সঙ্গে DNA-র ১০০% মিল রয়েছে। দাঁত-হাড়-কাপড়ের টুকরোর সঙ্গে DNA ম্যাচ করে গিয়েছে। পরীক্ষায় নিশ্চিত, বিস্ফোরণের সময় প্রধান সন্দেহভাজন  উমর সোমবার সন্ধ্যায় চাঁদনী চকের ১ নম্বর মেট্রো গেটের কাছে আত্মঘাতী বিস্ফোরণটি ঘটিয়েছিলেন।
আত্মঘাতী জ*ঙ্গি উমর নবিই, ম্যাচ করে গেল DNA
আত্মঘাতী জ*ঙ্গি উমর নবিই, ম্যাচ করে গেল DNA
advertisement

প্রতিবেদনে আরও বলা হয়েছে, হামলার আগে উমর রামলীলা ময়দানের কাছে আসাফ আলি রোডের একটি মসজিদে ছিলেন। মসজিদ থেকে বেরিয়ে তিনি সোজা সুনেহরি মসজিদের পার্কিং লটে যান। সিসিটিভি ফুটেজে দেখা যায় যে তিনি ৩.১৯ নাগাদ আই-২০ পার্কিং করছিলেন। তাঁর মোবাইল ফোনের ডেটা এবং সিগন্যালের সমস্ত রেকর্ড তদন্তকারী সংস্থাগুলি পরীক্ষা করছে। সংবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, পুলওয়ামার কোয়েল গ্রামের বাসিন্দা ড. উমর নবী ফরিদাবাদের একটি কলেজের ফ্যাকাল্টি মেম্বার ছিলেন। ইতিমধ্যে হরিয়ানার খাণ্ডওয়ালি গ্রাম থেকে উদ্ধার হয়েছে উমর নবির দ্বিতীয় গাড়ি। লাল রঙের ফোর্ড ইকোস্পোর্ট গাড়িটির খোঁজে বুধবার সকাল থেকেই অভিযান চালিয়েছিল পুলিশ। হরিয়ানার একটি বাড়ির সামনে থেকে গাড়িটিকে উদ্ধার করা হয়েছে।

advertisement

মঙ্গলবার, তাঁর মা শামিমা বেগম ও তাঁর দুই ছেলেকে ডিএনএ পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। পরিবারের সকলে প্রায় একই কথা বলছেন যে, তিনি একজন শান্ত, অন্তর্মুখী ব্যক্তি ছিলেন। সর্বদা নিজের পড়াশোনা এবং কাজের উপরেই মনোযোগ ছিল তাঁর। এটা অবিশ্বাস্য যে তিনি যে কোনও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকতে পারেন। উমর শেষবার প্রায় দুই মাস আগে কাশ্মীর সফর করেছিলেন।

advertisement

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কাঁথা-কম্বলের দিন শেষ! শীতের বাজার কাঁপাচ্ছে রকমারি ব্ল্যাঙ্কেট
আরও দেখুন

লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনাকে সন্ত্রাসবাদী হামলা বলে সিলমোহর দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। কঠোর পেশাদারিত্বের সঙ্গে বিষয়টির মোকাবিলা করতে বলা হয়েছে তদন্তকারী সংস্থাগুলিকে।

বাংলা খবর/ খবর/দেশ/
দিল্লি লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণে 'বড়' মোড়! আত্মঘাতী জ*ঙ্গি উমর নবিই, ম্যাচ করে গেল DNA!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল