TRENDING:

M Karunanidhi: শারীরিক অবস্থার আরও অবনতি, ভালো নেই 'কলাইনর'

Last Updated:

M Karunanidhi Health: প্রিয় নেতার শারীরিক অবস্থার কথা শুনে হাসপাতালের বাইরে ব্যাপক ভিড়৷ করুণানিধির ছবি হাতে কাঁদছেন তাঁর সমর্থক ও অনুগামীরা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#চেন্নাই: ক্রমেই শারীরিক অবস্থার অবনতি হচ্ছে ডিএমকে সভাপতি এম করুণানিধির (৯৪)৷ গত ২৯ জুলাই থেকে কাবেরী হাসপাতালে আইসিইউ-তে চিকিত্‍‌সারত করুণানিধি৷
advertisement

সোমবার সন্ধ্যায় হাসপাতালের তরফে মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, বেশি বয়স হওয়ার কারণে করুণানিধির অঙ্গ-প্রত্যঙ্গ সচল রাখাই এখন চ্যালেঞ্জ৷ ডাক্তাররা সব সময় তাঁর শারীরিক অবস্থার উপর নজর রাখছেন৷ চিকিত্‍‌সায় কেমন সাড়া দেন, সেটা লক্ষ্য রাখা হচ্ছে৷

advertisement

এর আগে তামিলনাড়ু কংগ্রেস কমিটি প্রেসিডেন্ট এস থিরুনাভুক্কারাসর জানান, করুণানিধির শারীরিক অবস্থা সকাল থেকেই খারাপ হচ্ছে৷ ডিএমকে নেতার শারীরিক অবস্থা ভালো হওয়ার প্রার্থনা করছি৷

হাসপাতালের বাইরে সমর্থকদের ভিড়, -- নিজস্ব চিত্র

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রিয় নেতার শারীরিক অবস্থার কথা শুনে হাসপাতালের বাইরে ব্যাপক ভিড়৷ করুণানিধির ছবি হাতে কাঁদছেন তাঁর সমর্থক ও অনুগামীরা৷ হাসপাতালে রয়েছেন করুণানিধির স্ত্রী দয়ালু আম্মাল৷ রয়েছে করুণানিধির পরিবারের অন্যান্য সদস্য ও দলীয় নেতৃত্ব৷

বাংলা খবর/ খবর/দেশ/
M Karunanidhi: শারীরিক অবস্থার আরও অবনতি, ভালো নেই 'কলাইনর'