TRENDING:

মথুরাকাণ্ডে অপসারিত মথুরার ডিএম ও এসএসপি

Last Updated:

মথুরাকাণ্ডে সিবিআই তদন্তের দাবিতে বিজেপির আর্জি গ্রহণ করল সুপ্রিম কোর্ট। জরুরিভিত্তিতে মঙ্গলবার মামলার শুনানি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মথুরা: মথুরাকাণ্ডে সিবিআই তদন্তের দাবিতে বিজেপির আর্জি গ্রহণ করল সুপ্রিম কোর্ট। জরুরিভিত্তিতে মঙ্গলবার মামলার শুনানি। এদিকে কঠোর প্রশাসনের পরিচয় দিতে মথুরার ডিএম এবং এসএসপিকে সরাল উত্তরপ্রদেশ সরকার। তাতেও অবশ্য অখিলেশ যাদবের উপর চাপ কমাচ্ছে না গেরুয়া শিবির। মথুরাকাণ্ডের প্রতিবাদে আজ লখনউ-সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী-সমর্থকরা। লখনউয়ে পুলিশ-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।
advertisement

শেষ পর্যন্ত কি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতেই যাচ্ছে মথুরাকাণ্ডের তদন্ত? কয়েক ঘণ্টার মধ্যেই এর ফয়সলা হতে চলেছে। মথুরার জওহর বাগের হিংসার ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি। সোমবার সেই আবেদনই গ্রহণ করল সর্বোচ্চ আদালত। মঙ্গলবার বিচারপতি পিসি ঘোষ এবং বিচারপতি অমিতাভ রায়ের ডিভিশন বেঞ্চে জরুরিভিত্তিতে মামলার শুনানি।

advertisement

বিধানসভা ভোটের আগে, মথুরাকাণ্ডের তদন্ত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে তুলে দেওয়ার যৌক্তিকতা নিয়ে আগেই প্রশ্ন তুলেছিল কংগ্রেস। প্রদেশ কংগ্রেসের দাবি ছিল, হাইকোর্টের পর্যবেক্ষণে বিশেষ তদন্তকারী দল গড়ুক রাজ্য সরকার। এদিন সুপ্রিম কোর্টে সিবিআই-আরজি গৃহীত হওয়ায় মুখে কুলুপ এঁটেছে কংগ্রেস শিবির। যদিও কঠোর প্রশাসনের পরিচয় দিতে মথুরার জেলাশাসক এবং এসএসপিকে সরিয়ে দিয়েছে উত্তরপ্রদেশ সরকার। তাতেও অবশ্য অখিলেশ যাদবের প্রশাসনের উপর থেকে চাপ কমাতে নারাজ গেরুয়া শিবির। মথুরাকাণ্ডের প্রতিবাদে এদিন লখনউয়ে বিধানসভা ভবন ঘেরাওয়ের চেষ্টা করে বিজেপি। পুলিশ বাঁধা দিলে শুরু হয় দু’পক্ষের সংঘর্ষ।

advertisement

দোরসা জুন মথুরার জওহরবাগ থেকে জবরদখলকারী ধর্মীয় সংগঠনকে সরাতে গেলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। দু’পক্ষের সংঘর্ষে প্রাণ হারান অন্তত ২৯ জন। যারমধ্যে দু’জন উচ্চপদস্থ পুলিশ আধিকারিক। উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের আগে মথুরার এই ঘটনাই সবচেয়ে বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছে।

বাংলা খবর/ খবর/দেশ/
মথুরাকাণ্ডে অপসারিত মথুরার ডিএম ও এসএসপি