TRENDING:

কেন্দ্রীয় সরকারি কর্মীদের দীপাবলির উপহার, বাড়ল ২% DA

Last Updated:

সরকারি অফিসে খুশির হাওয়া ৷ দীপাবলির প্রদীপ জ্বলার আগেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য উপহারের ব্যবস্থা করল কেন্দ্র ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সরকারি অফিসে খুশির হাওয়া ৷ দীপাবলির প্রদীপ জ্বলার আগেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য উপহারের ব্যবস্থা করল কেন্দ্র ৷ বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা ৷
advertisement

বৃহস্পতিবার ক্যাবিনেটে আলোচনার পর দুই শতাংশ হারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা বাড়ানোর কথা ঘোষণা করে কেন্দ্র ৷ ২০১৬-এর পয়লা জুলাই থেকে কার্যকর হবে এই বর্ধিত মহার্ঘ ভাতা ৷

এর ফলে উপকৃত হবেন প্রায় ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী ৷ এমনকী ৫৮ লক্ষ পেনশনভুক্ত প্রাক্তন কেন্দ্রীয় কর্মচারীরাও উপকৃত হবেন ৷

কেন্দ্রের এই নতুন ঘোষণার পর কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মচারিদের বেতন ফারাক আরও বাড়ল ৷ সপ্তম বেতন কমিশনের নির্দেশে কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের বেতন বাড়লেও একই রয়েছে রাজ্য সরকারি কর্মচারিদের বেতন ৷ বহুদিন ধরে বকেয়া রয়েছে রাজ্য সরকারি কর্মচারিদের মহার্ঘভাতা ৷

advertisement

অগাস্ট মাসের প্রথম তারিখ থেকেই সপ্তম বেতন কমিশনের নির্দেশে কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের মাইনে বেড়েছে ২.৫৭ গুণ হারে ৷

গত ২৯ জুন সপ্তম পে কমিশনের সুপারিশে সিলমোহর দেয় কেন্দ্রীয় মন্ত্রীসভা ৷ সেই সুপারিশ অনুযায়ী নতুন স্যালারি স্কেল লাগু হয়েছে ১ জানুয়ারি ২০১৬ থেকেই ৷ আগামী ১লা অগস্ট থেকেই বর্ধিত বেতন হাতে পাচ্ছেন সরকারি কর্মচারিরা ৷

advertisement

চলতি বছরের জানুয়ারি মাসে ক্যাবিনেট সেক্রেটারি পি কে সিনহার নেতৃত্বে সরকার একটি প্যানেল গঠন করে ৷ সপ্তম পে কমিশনের প্রস্তাব করা বিষয়গুলি বাস্তবায়ন ছিল এই প্যানেল গঠনের উদ্দেশ্য ৷ বিচারপতি এ কে মাথুরের নেতৃত্বাধীন সপ্তম বেতন কমিশনের প্রস্তাবের ফলে উপকৃত হয়েছেন ৪৭ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী, ১৪ লক্ষ নিরাপত্তাকর্মী ও ৫২ লক্ষ পেনশনগ্রাহক ।

advertisement

সপ্তম বেতন কমিশনের প্রস্তাব অনুযায়ী, চাকরির শুরুতেই একজন কেন্দ্রীয় সরকারি কর্মীর মূল বেতন হবে ১৮ হাজার টাকা আর সর্বাধিক মাসিক বেতন হতে চলেছে আড়াই লক্ষ টাকা ৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তবে এর জেরে সরকারের ঘাড়ে বাড়তি ১.০২ লাখ কোটি টাকার বোঝা চাপতে চলেছে ৷ যা দেশের মোট জিডিপি-র ০.৭ শতাংশ ৷

বাংলা খবর/ খবর/দেশ/
কেন্দ্রীয় সরকারি কর্মীদের দীপাবলির উপহার, বাড়ল ২% DA
Open in App
হোম
খবর
ফটো
লোকাল