দীপাবলির এই সময় অযোধ্যা পুরোপুরি রঙ-বেরঙের আলোতে সজ্জিত ছিল। অন্যদিকে রাম ভক্তদের জন্য আকর্ষণের কেন্দ্রে ছিল লেজার শো, যেখানে প্রভু রাম ও হনুমানসহ জ্বলন্ত প্রদীপ এবং রাবণকে দেখানো হয়। “জয় শ্রী রাম” স্লোগানের সঙ্গে সকল রাম ভক্তরা লেজার শোর আনন্দ উপভোগ করেন।
আরও পড়ুন: দানার প্রভাবে আবহাওয়ায় ব্যাপক বদল, গরম বাড়বে এই রাজ্যে, বিস্তারিত জানুন
advertisement
আরও একবার অযোধ্যা বিশ্বের মানচিত্রে দীপোৎসবের মাধ্যমে স্থান করে নিয়েছে। ২৫ লক্ষের বেশি প্রদীপ জ্বালিয়ে আবধ বিশ্ববিদ্যালয়ের ৩০,০০০ স্বেচ্ছাসেবক নিজেদের তৈরি করা রেকর্ডটি আবার ভেঙে ফেলেছে। এই সময় প্রভু রামের মন্দিরে প্রায় ১ লাখ প্রদীপ জ্বালানো হয়েছে।
আরও পড়ুন: এইচআইভি সংক্রমিত তরুণীর থেকে ২০ যুবকের শরীরে ঢুকল মারণ রোগ! সংক্রমিত ১৫ মহিলাও
অযোধ্যায় অষ্টম দীপোৎসব উপলক্ষে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, “পুরো অযোধ্যা ত্রেতার মতো দেখতে। অযোধ্যা আবার বিশ্ব রেকর্ড তৈরি করেছে। আমরা পুরো রাজ্যের মানুষকে আবেদন জানাচ্ছি, প্রত্যেক বাড়িতে দীপাবলি উদযাপন করুন। অযোধ্যায় আজ একসাথে দুটি বিশ্ব রেকর্ড হয়েছে। দেশ-বিদেশে আজ অযোধ্যার কথা আলোচনা হচ্ছে। এটা আমাদের জন্য গর্বের বিষয়।”