দীপাবলির দিন আলোয় সেজে উঠবে ঘর৷ অন্য আলোর পাশাপাশি প্রদীপের আলোর বিশেষ সৌন্দর্য রয়েছে৷ কিন্তু প্রদীপ জালাতে গিয়ে অনেকখানি তেলের খরচা হয়ে যায়৷ তাই সেই সমস্যার একটি সুন্দর সমাধান এই ‘জল প্রদীপ’৷ কিন্তু তেল ছাড়াই জলের মাধ্যমে কীভাবে জ্বলে উঠছে প্রদীপ?
আরও পড়ুন: দীপাবলিতে বোনাস দিতে অস্বীকার! মালিককে নৃশংস ভাবে খুন তখনই, ঘটনা জানলে শিউরে উঠবেন
advertisement
ঝাড়খন্ডের স্টার ইলেকট্রনিক্সে মালিক পাপ্পু ব্যখ্যা করলেন ‘জাদু প্রদীপের’ রহস্য৷ আসলে এই প্রদীপের মধ্য লাগানো আছে ব্যাটারি৷ এবং একটি বিশেষ সার্কিট তৈরি করা হয়েছে৷ জল বিদ্যুতের সুপরিবাহি৷ প্রদীপের মধ্যে জল দিলে সার্কিট সম্পূর্ণ হয়, এবং প্রদীপ জ্বলে ওঠে৷
advertisement
এই জল প্রদীপের দাম মাত্র ৩০ টাকা৷ এক প্যাকেটের দাম ১২০ টাকা। অর্থাৎ সাধ্যের মধ্যেই জল দিয়ে জ্বালাতে পারবেন বিশেষ প্রদীপ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 12, 2023 4:18 PM IST