TRENDING:

Diwali 2023: তেলে নয়, জলে জ্বলে এই প্রদীপ! ম্যাজিক প্রদীপ কিনতে লম্বা লাইন কোন দোকানে?

Last Updated:

এমন প্রদীপের কথা জানেন কি, যে প্রদীপ জ্বালাতে তেল নয়, লাগবে জল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বোকারো: দীপাবলি দিন বাড়িতে বাড়িতে জ্বলে উঠবে প্রদীপ৷ কিন্ত এমন প্রদীপের কথা জানেন কি, যে প্রদীপ জ্বালাতে তেল নয়, লাগবে জল৷ শুনতে আশ্চর্য লাগলেও এমন প্রদীপ সত্যিই পাওয়া যাচ্ছে ঝাড়খন্ডের বোকারোর একটি দোকানে৷ ‘ম্যাজিক প্রদীপ’ নামের এই বিশেষ প্রদীপ কিনতে লম্বা লাইন দোকানে৷
তেলে নয়, জলে জ্বলে এই প্রদীপ! ম্যাজিক প্রদীপ কিনতে লম্বা লাইন কোন দোকানে?
তেলে নয়, জলে জ্বলে এই প্রদীপ! ম্যাজিক প্রদীপ কিনতে লম্বা লাইন কোন দোকানে?
advertisement

দীপাবলির দিন আলোয় সেজে উঠবে ঘর৷ অন্য আলোর পাশাপাশি প্রদীপের আলোর বিশেষ সৌন্দর্য রয়েছে৷ কিন্তু প্রদীপ জালাতে গিয়ে অনেকখানি তেলের খরচা হয়ে যায়৷ তাই সেই সমস্যার একটি সুন্দর সমাধান এই ‘জল প্রদীপ’৷ কিন্তু তেল ছাড়াই জলের মাধ্যমে কীভাবে জ্বলে উঠছে প্রদীপ?

আরও পড়ুন: দীপাবলিতে বোনাস দিতে অস্বীকার! মালিককে নৃশংস ভাবে খুন তখনই, ঘটনা জানলে শিউরে উঠবেন

advertisement

ঝাড়খন্ডের স্টার ইলেকট্রনিক্সে মালিক পাপ্পু ব্যখ্যা করলেন ‘জাদু প্রদীপের’ রহস্য৷ আসলে এই প্রদীপের মধ্য লাগানো আছে ব্যাটারি৷ এবং একটি বিশেষ সার্কিট তৈরি করা হয়েছে৷ জল বিদ্যুতের সুপরিবাহি৷ প্রদীপের মধ্যে জল দিলে সার্কিট সম্পূর্ণ হয়, এবং প্রদীপ জ্বলে ওঠে৷

advertisement

এই জল প্রদীপের দাম মাত্র ৩০ টাকা৷ এক প্যাকেটের দাম ১২০ টাকা। অর্থাৎ সাধ্যের মধ্যেই জল দিয়ে জ্বালাতে পারবেন বিশেষ প্রদীপ৷

বাংলা খবর/ খবর/দেশ/
Diwali 2023: তেলে নয়, জলে জ্বলে এই প্রদীপ! ম্যাজিক প্রদীপ কিনতে লম্বা লাইন কোন দোকানে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল