ফের একবার সকলের নজর কৃষি আন্দোলনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন দিলজিৎ। তিনি তাঁর ট্যুইটার অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছেন। যা দেখে অনেকের বুক কেঁপে উঠেছে। কনকনে ঠাণ্ডায় খালি গায়ে স্নান করছেন এক শিখ বৃদজধ ব্যক্তি। তিনি একজন কৃষক। এই ছবি পোস্ট করে দিলজিৎ লেখেন, আমাদের মধ্যে কি একটুও মানবিকতা বেঁচে নেই!' এই ছবি দেখার পর বেশ কিছু মানুষ তাঁর পক্ষে কথা বলেন। তবে অনেকেই সমালোচনা করেছেন দিলজিতের।
advertisement
এক ব্যক্তি লিখেছেন, আপনি আন্দোলনকে পার্সোনালি নেবেন না। আমরা বুঝতে পারছি সব টা।" এক ব্যক্তি লেখেন, " এই সময় এই ধরণের ছবি পোস্ট কোনও বুদ্ধিমত্তার পরিচয় নয়।" আর একজন বলেছেন, "আশাকরি আপনি সস্তার পাবলিসিটি চাইছেন না।" অনেকেই দিলজিতের এই ছবি দেখে সমবেদনা জানিয়েছেন। প্রতিবাদের কথাও বলেছেন। তবে কটাক্ষ জুটেছে বেশি।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 17, 2020 9:27 PM IST