TRENDING:

অশান্ত জঙ্গলমহল থেকে মহারাষ্ট্রের গড়চিরৌলি, মাওবাদী দমন অভিযানের স্বীকৃতি, মিলল শৌর্য চক্র মেডেল

Last Updated:

মাওবাদী নেতা কিষেণজি’কে ধরার অভিযানেও সক্রিয় ছিলেন দিলীপ মালিক। তিনি মঙ্গলবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে থেকে গ্রহণ করলেন শৌর্য্য চক্র মেডেল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ৩০ বছর চাকরি জীবনের ২১ বছরই কাটিয়েছেন মাওবাদী প্রভাবিত এলাকায়।ছত্তিশগড়, ঝাড়খণ্ড হোক বা মহারাষ্ট্রের গড়চিরৌলি, দক্ষতা ও সাহসিকতার সঙ্গে একজন সিআরপিএফ জওয়ান হিসেবে মাওবাদী দমন অভিযান চালিয়েছেন তিনি। বাদ নেই আমাদের রাজ্যের জঙ্গলমহল। অশান্ত জঙ্গলমহলে তিনি যখন এলেন তখন অ্যাসিস্ট্যান্ট কম্যাডান্ট। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, লালগড়, বেলপাহাড়ি একের পর এক মাওবাদী দমনে নিজের জওয়ানদের নেতৃত্ব দিয়েছেন। একইসঙ্গে রাজ্য পুলিসের সঙ্গে সমন্বয় রেখে মাওবাদী নেতা কিষেণজি’কে ধরার অভিযানেও সক্রিয় ছিলেন দিলীপ মালিক। তিনি মঙ্গলবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে থেকে গ্রহণ করলেন শৌর্য্য চক্র মেডেল।
Dilip Malik gets shaurya chakra medal from president Ram Nath Kovind
Dilip Malik gets shaurya chakra medal from president Ram Nath Kovind
advertisement

হুগলির হরিপাল থানা এলাকায় জন্ম। সাব ইন্সপেক্টর হিসেবে ১৯৯০ সালে সিআরপিএফে যোগদান। উত্তর পূর্ব ভারতেও গুরুত্ব সহকারে পালন করেছেন নিজের দায়িত্ব। উলফা, কেএমএলএফ, এনএসসিএন-র মতও বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলির বিরুদ্ধে অভিযান চালানো, একের পর এক নেতাদের আত্মসমর্পনে বাধ্য করেছেন দিলীপ মালিক। পদোন্নতির সাথে সাথে কাজের দায়িত্ব বেড়েছে। কখনও কোবরা বাহিনীরও দায়িত্ব সামলাতে হয়েছে। কখনও চাকরি সূত্রে চলে গিয়েছেন জম্মু কাশ্মীরেও।

advertisement

আরও পড়ুন - Fake Job: KMC-তে চাকরি দেওয়ার নামে ৫ লক্ষ টাকার প্রতারণা, পুরসভার প্রধান কার্যালয়ের ভেতরে বসেই হয়েছে ভুয়ো ইন্টারভিউ!

তবে দিলীপ মালিকের বিশেষ কৃতিত্ব বলে সিআরপিএফ কর্তারা মনে করেন মাওবাদী দমনে ওনার পরিকল্পনা। যখন ঝাড়গ্রামে ছিলেন তখন জনসংযোগ বাড়াতে গ্রামের শিশুদের নিয়ে একাধিক কর্মসূচি করেছেন। গ্রামবাসীদের বিশ্বাস পেয়ে তাদের কাজে লাগিয়ে নেমেছেন মাওবাদী দমনে। কিষেণজি এনকাউন্টার যেমন উল্লেখ যোগ্য, তেমন এই জঙ্গলমহলে দুশোর বেশি মাওবাদী সদস্যকে মূলস্রোতে ফিরিয়ে এনেছেন পরিকল্পনা করেই।

advertisement

তাই এহেন কাজের স্বীকৃতি হিসেবে পেলেন শৌর্য চক্র সম্মান। ২৬ জানুয়ারি ঘোষণা হয়েছিল। অপেক্ষা ছিল। অবশেষে মঙ্গলবার বিকেলে। রাষ্ট্রপতি ভবনে মিলল শৌর্য চক্র। যা পেয়ে দিলীপ মালিক যেমন খুশি, তেমন আনন্দিত তার সহকর্মীরাও। বর্তমানে তিনি এখন ডেপুটি কম্যান্ডান্ট হিসেবে সিআরপিএফের ইন্টেলিজেন্স হিসেবে কর্মরত। এর আগেও তাঁর বীরত্বের জন্য মিলেছে একাধিক মেডেল ও সম্মান। মিলেছে পুলিস মেডেলও। এখনও জঙ্গলমহল সহ ঝাড়খণ্ডের মাওবাদী গতিবিধির ওপর নজরদারি জারি রেখেছেন দিলীপ মালিক।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Amit Sarkar

বাংলা খবর/ খবর/দেশ/
অশান্ত জঙ্গলমহল থেকে মহারাষ্ট্রের গড়চিরৌলি, মাওবাদী দমন অভিযানের স্বীকৃতি, মিলল শৌর্য চক্র মেডেল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল