TRENDING:

গুলশন জঙ্গির অনুপ্রেরণা জাকির নায়েকের সঙ্গে নাম জড়াল দিগ্বিজয়ের

Last Updated:

মুসলিম ধর্মগুরু জাকির নায়েকের সঙ্গে নাম জড়াল কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংয়ের ৷ ঢাকার গুলশনে হামলাকারী জঙ্গিরা এই মুসলিম ধর্মগুরুর বক্তৃতা শুনেই অনুপ্রাণিত হয়েছিলেন বলে খবর ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: মুসলিম ধর্মগুরু জাকির নায়েকের সঙ্গে নাম জড়াল কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংয়ের ৷ ঢাকার গুলশনে হামলাকারী জঙ্গিরা এই মুসলিম ধর্মগুরুর বক্তৃতা শুনেই অনুপ্রাণিত হয়েছিলেন বলে খবর ৷ চার বছর আগে, ২০১২ সালে জাকির নায়েকের আয়োজিত একটি সভায় যোগ দিয়েছিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা দিগ্বিজয় ৷ সেই ভিডিও সামনে আসায় উঠেছে বিতর্ক ৷
advertisement

বিতর্ক মাথাচাড়া দিতেই জাকির নায়েকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ৷ একইসঙ্গে মুম্বই পুলিশ কমিশনারকে জাকিরের সম্পত্তির হিসেব নিয়েও তদন্ত করে দ্রুত রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ৷

২০১২ সালে ওই সভায় ‘শান্তিদূত’ হিসেবে হাজির ছিলেন জাকির নায়েক ৷ সভায় উপস্থিত দিগ্বিজয় সিং নিজের বক্তব্যে বলেন,‘মুসলমানদের সঠিক রাস্তা দেখাচ্ছেন জাকির ৷’ এই ব্যাপারে নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে দিগ্বিজয় সিং বলেন, ‘হ্যাঁ, আমি জাকিরের সভায় গিয়েছিলাম ৷ সেখানে আমি সদ্ভাবনার কথা বলেছি ৷ যদি সেখানে নায়েকের ভাষণে কোনও বিতর্ক থাকে ৷ তা নিয়ে চর্চা করুক সরকার ৷’

advertisement

অন্যদিকে,সন্ত্রাসে উস্কানি দেওয়া সহ একাধিক অভিযোগ ওঠার পর চাপের মুখে সুর নরম করেছেন জাকির নায়েক। ফোনে CNN NEWS 18-কে দেওয়া সাক্ষাৎকারে সব অভিযোগই উড়িয়ে দিয়েছেন ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন এর সভাপতি জাকির। গোটা বিষয়টিই খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরণ রিজিজু।

গুলশনের হোলি আর্টিজানের হামলাকারী জঙ্গিরা দাবি করে যে, তারা ধর্মগুরু জাকির নায়েকের কথায় অনুপ্রাণিত হয়েছে ৷ এই তথ্য সামনে আসার পর নড়েচড়ে বসেছে স্বরাষ্ট্রমন্ত্রক ৷ মন্ত্রক সূত্রে খবর, জাকির নায়েকের উস্কানিমূলক বক্তৃতার ভিডিওর কণ্ঠস্বর পরীক্ষা করা হতে পারে ৷

advertisement

ড. জাকির নায়েক, মুম্বইস্থিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের সভাপতি। একইসঙ্গে ইসলাম ধর্মের প্রচারক। পিস টিভি নামে একটি চ্যানেলে ইসলাম ধর্ম নিখাদ ইংরেজিতে প্রচার করেন । অভিযোগ, এহেন ধর্ম প্রচারের আড়ালে, নিজের ভাষণে সন্ত্রাসবাদকে উস্কানি দেন জাকির। ঢাকায় জঙ্গি হামলার পরে এই অভিযোগ আরও জোরদার হয়েছে।

advertisement

পিস টিভিতে জাকির নায়েকের ভাষণ দেখেই তিনি অনুপ্রাণিত হয়েছেন। নিজের ফেসবুকে প্রোফাইলে লিখেছিল ঢাকায় হামলাকারীদের অন্যতম রোহন ইমতিয়াজ। অভিযোগ, সেই ভাষণে সব মুসলিমকেই জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকা উচিত বলে মন্তব্য করেছিলেন জাকির।

CNN NEWS 18 কে দেওয়া এক্সক্লুসিভ টেলিফোনিক ইন্টারভিউয়ে যদিও অভিযোগকে সরাসরি খারিজ করেন জাকির। উল্লেখ্য, এই রোহন ইমতিয়াজ ১ জুলাই রাতে হোলি আর্টিজানে ২০ জন্য পণবন্দীকে নৃশংসভাবে গলা কেটে কুপিয়ে কুপিয়ে খুন করেন ৷

advertisement

এখানেই শেষ নয় ৷ জাকেরের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে ৷ সিঙ্গাপুরে একটি সভায় বক্তব্য রাখার সময়, ওসামা বিন লাদেনকে সমর্থন করেছিলেন জাকির নায়েক। যদিও, এই ভিডিওটিকেও জাল বলে দাবি করেন মুম্বাইস্থিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের সভাপতি নায়েক।

একাধিকবার, একাধিক সভায় সন্ত্রাসে উস্কানি দিয়ে বক্তব্য রাখার অভিযোগ উঠেছে নায়েকের বিরুদ্ধে। সম্প্রতি হায়দরাবাদ থেকে NIA জঙ্গি সন্দেহে ধৃতের থেকেও জাকিরের নাম উঠে এসেছে। তবে নিজের বিরুদ্ধে কোনও অভিযোগই মানতে নারাজ জাকির যে কোনওরকম তদন্তকে স্বাগত জানিয়েছেন।

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

জাকিরের বিরুদ্ধে ইতিমধ্যেই সরব হয়েছেন শিবসেনা সাংসদ অরবিন্দ সাওয়ান্ত। বিজেপির অন্দরেও আর.কে সিংয়ের মত বিজেপি নেতারা জাকিরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারই পক্ষে। জাকিরের প্রত্যেকটি ভাষণের ক্লিপ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরণ রিজিজু। ১১ই জুলাই মক্কা থেকে দেশে ফিরছেন জাকির।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
গুলশন জঙ্গির অনুপ্রেরণা জাকির নায়েকের সঙ্গে নাম জড়াল দিগ্বিজয়ের