দুটি লাকি ড্রয়ের ঘোষণা করা হয় - ‘লাকি গ্রাহক যোজনা’ ও ‘ডিজি ধন ব্যাপার যোজনা’ ৷ রবিবার এই দুটি স্কিমের জয়ীদের নাম ঘোষণা করেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ৷ প্রথমটি সাধারণ গ্রাহকদের জন্য। পরেরটি ব্যবসায়ীদের জন্য। যারা ডিজিটাল লেনদেন করবে তাদের লাকি ড্রয়ের মাধ্যমে পুরস্কৃত করা হবে বলে জানানো হয়েছিল মোদি সরকারের তরফে ৷
advertisement
লাকি গ্রাহক যোজনায় তিনজন জিতেছেন ৷ প্রথমজন পেয়েছেন এক কোটি টাকা পুরস্কার ৷ দ্বিতীয় জন ৫০ লক্ষ টাকা ( ব্যাঙ্ক অফ বরোদার গ্রাহক ) ও তৃতীয় জন ২৫ লক্ষ টাকা (পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ) ৷ তিনজনেই তাদের রুপে কার্ড ব্যবহার করে সমস্ত লেনদেন করেছেন ৷ তিনজনের নাম এখনও জানা যায়নি ৷ কেবল তাদের ট্রান্সেকশন নম্বর জানানো হয়েছে ৷ অন্যদিকে ডিজি ধন ব্যাপার যোজনায় যথাক্রমে ৫০ লক্ষ টাকা, ২৫ লক্ষ টাকা ও ১২ লক্ষ টাকা পুরস্কার পাচ্ছেন তিনজন ব্যবসায়ী।
১৪ এপ্রিল নাগপুরে তাদের সংবর্ধনা জানাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ক্যাশলেস ইকোনমি গড়তে ও ডিজিটাল ইন্ডিয়ার গড়ার উদ্দেশ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে কেন্দ্র সরকারের তরফে ৷