নোট বাতিলের একমাস ৷ মোদির এই সিদ্ধান্তে গোটা দেশে নোটের ভোগান্তি ৷ বার বার সরকার ঘোষণা করে জানিয়েছেন, ক্যাশ নয়, বরং দেশবাসীকে ক্যাশলেস লেনদেন এগিয়ে যেতে হবে ৷ মোদি সরকার তাই বার বার ডিজিটাল লেনদেনকে সবুজ সংকেত দেখিয়েছে ৷ এমনকী, মোদির বক্তব্যেও বার বার উঠে এসেছে ‘আপনার মোবাইলই আপনার ব্যাঙ্ক’৷
advertisement
তবে মোদির নোট বাতিলের সিদ্ধান্তের পর বিরোধিরা নানা ভাবে আক্রমণ করতে শুরু করেছে মোদি সরকারকে ৷ প্রশ্ন উঠেছে শহুরে মানুষেরা ডিজিটাল লেনদেনে অভ্যস্ত হলেও, গ্রামাঞ্চলের সাধারণ মানুষ কী করবেন? সেই গ্রামাঞ্চলের মানুষদের ডিজিটাল লেনদেনে শিক্ষিত করতেই নতুন এই চ্যানেল আনতে চলেছে কেন্দ্র সরকার ৷
চ্যানেলের নাম ‘ডিজি-শালা’ ৷ GSAT15 (DD Direct DTH), 93.5 degree East, Receive frequency: 11590 Mhz-এ পাওয়া যাবে এই DTH চ্যানেল ৷ প্রায় ২ কোটি মানুষ দেখতে পাবে এই চ্যানেল ৷