TRENDING:

রাজ্যের নিরাপত্তা প্রত্যাহারের অভিযোগ! মুখ্যমন্ত্রী বিচার করবেন, আশা দিব্যেন্দুর

Last Updated:

এ দিনই দুই তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী (Dibyendu Adhikari) এবং শিশির অধিকারীর (Sisir Adhikari) জন্য ওয়াই প্লাস নিরাপত্তা দেওয়ার ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কাঁথি: কেন্দ্রীয় সরকার ওয়াই প্লাস নিরাপত্তা দেওয়ার পরই রাজ্য সরকার তাঁর নিরাপত্তা প্রত্যাহার করে নিয়েছে৷ এমনই গুরুতর অভিযোগ তুললেন তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী৷ তাঁর অভিযোগ, কাঁথির সাংসদ শিশির অধিকারীর বুলেট প্রুফ গাড়িও ফিরিয়ে নিয়েছে রাজ্য সরকার৷ নিরাপত্তা ফিরিয়ে দেওয়ার জন্য় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও আবেদন করেছেন তমলুকের সাংসদ৷
advertisement

যদিও দিব্যেন্দু এই অভিযোগ করলেও শুভেন্দু অধিকারী এবং শিশির অধিকারীর জন্য তিন জন করে নিরাপত্তারক্ষীকে পাঠানো হয়েছে৷ তবে দিব্যেন্দুর জন্য রাজ্যের তরফে আর নিরাপত্তা দেওয়া হয়নি বলেই খবর৷

এ দিনই দুই তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী এবং শিশির অধিকারীর জন্য ওয়াই প্লাস নিরাপত্তা দেওয়ার ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক৷ আজ, শনিবার দুপুরেই কাঁথিতে অধিকারী পরিবারের বাসভবন শিশিরকুঞ্জে দুই সাংসদের জন্য ৬ জন করে মোট ১২জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান চলে আসেন৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে অবশ্য জানানো হয়েছে, আগের মতোই রাজ্যের দেওয়া নিরাপত্তাও পাবেন দুই সাংসদ৷ তবে শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারী দু' জনেই দাবি করেছেন, তাঁরা কেন্দ্রীয় সরকারের কাছে কোনও নিরাপত্তা চাননি৷

advertisement

দিব্যেন্দু অধিকারী এ দিন বলেন, 'আমরা কোথাও কোনও আবেদন করিনি৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্যের মধ্যে আমাকে ওয়াই প্লাস নিরাপত্তা দেওয়া হয়েছে রাজ্যের মধ্যে৷ পাশাপাশি রাজ্যের দেওয়া নিরাপত্তা যেমন ছিল থাকবে৷ কিন্তু অদ্ভূত ভাবে আজকে সকালবেলা জানতে পারলাম, আমার রাজ্য পুলিশের নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়া হয়েছে৷ শিশিরবাবুর বুলেটপ্রুফ গাড়ি এবং নিরাপত্তাও বন্ধ করে দেওয়া হয়েছে৷ আমাকে কিছু জানানোও হয়নি৷ এটা তো ন্যূনতম ভদ্রতা৷ গতকাল রাত সাড়ে বারোটার সময় আমার নিরাপত্তারক্ষীদের ফোন করে ফিরে যেতে বলা হয়েছে৷ আমি মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব, তিনি নিশ্চিত ভাবে এটা বিচার করবেন এবং আমাদের নিরাপত্তারক্ষী ফিরিয়ে দেবেন৷ এই আবেদন তাঁর কাছে রাখব৷ বর্তমানে এই রাজনৈতিক ডামাডোলের মধ্যে আমরা নিজেদের নিরাপত্তা নিয়ে অভাব বোধ করছি৷'

advertisement

দিব্যেন্দু যখন এই মন্তব্য করেন তখনও তাঁর জন্য কেন্দ্রীয় নিরাপত্তা এসে পৌঁছয়নি৷ তবে এ দিনই শিশির অধিকারী এবং শুভেন্দু অধিকারীর জন্য ফের তিন জন করে নিরাপত্তারক্ষী পাঠানো হয় রাজ্য পুলিশের তরফে৷

রাজ্যের বিরোধী দলনেতা এবং বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর বাবা ও ভাইকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্তে নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হল৷ গত ডিসেম্বর মাসে শুভেন্দু অধিকারী বিজেপি-তে যোগ দেওয়ার পর থেকেই শিশির এবং দিব্যেন্দুর বিজেপি যোগের জল্পনা চরমে পৌঁছয়৷

advertisement

শাসক দলের সঙ্গে কাঁথি এবং তমলুকের সাংসদের সম্পর্ক কার্যত ছিন্ন হয়েছে৷ যদিও সরকারি ভাবে তৃণমূল ছাড়েননি দু' জনের কেউই৷ দিব্যেন্দু অধিকারী দলবিরোধী কোনও মন্তব্য না করলেও শুভেন্দু নন্দীগ্রামে প্রার্থী হওয়ার পর শিশির অধিকারী নিজের দলের বিরুদ্ধেই মুখ খুলেছিলেন৷ শুধু তাই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একটি সভাতেও হাজির ছিলেন তিনি৷ যদিও এর পরেও তৃণমূলের তরফে শিশির অধিকারীর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
একটা ফোন, বাড়িতে পৌঁছে যাবে খোদ বর্ধমানের বিখ্যাত সীতাভোগ! বড় উদ্যোগ মিষ্টি দোকানের
আরও দেখুন

Sujit Bhoumik

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
রাজ্যের নিরাপত্তা প্রত্যাহারের অভিযোগ! মুখ্যমন্ত্রী বিচার করবেন, আশা দিব্যেন্দুর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল