হিরে ব্যবসায়ী দীপেশ শাহের ছেলে ভব্য শাহ আজই জৈন ধর্মে দীক্ষা গ্রহণ করবে ৷ ১২ বছরের ভব্যর এই সিদ্ধান্তে অত্যন্ত খুশি গোটা পরিবার ৷
ভব্যর দীক্ষা উপলক্ষ্যে বিপুল আয়োজনের বন্দোবস্তও করা হয়েছে ৷ ভব্যকে দীক্ষা দেবেন সুরাতের উমরা এলাকার জৈন সঙ্ঘের আচার্য রশ্মিরত্নসুরী। অনুষ্ঠানে যোগ দেবেন ৪০০-৫০০ জৈন সন্ন্যাসী ও প্রায় ৭,০০০ মানুষ।
advertisement
আরও পড়ুন: In Pics: গরমে যতই পড়ুক, অত্যধিক লেবুর সরবত থেকে সাবধান !
সপ্তম শ্রেণির এই ছাত্র জানায়, ঈশ্বরের দেখানো সত্যের পথ বেছে নিয়েছে সে, তাই ভীষণ খুশি। তার বাবা-মাও এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে সমর্থন করেছেন বলে জানায় ভব্য ৷
আরও পড়ুন:In Pics: ডুয়াল ক্যামেরা নিয়ে এপ্রিলেই আসছে Xiaomi-র নতুন বাজেট ফোন
দীপেশ শাহের দুই ছেলে, এক মেয়ে। চার বছর আগে ভব্যর বোন ১২ বছর বয়সেই দীক্ষা নিয়েছে। সংবাদ মাধ্যমের সামনে ভব্য বলে, তার বাবা মা তাকে বলেছেন, এটাই সঠিক পথ। একদিন তাঁরাও এই পথে আসবেন।