TRENDING:

Snake: মর্নিং ওয়াকে বেরিয়ে চক্ষু চড়কগাছ, পায়ের কাছে ওটা কী নড়ছে, ভয়ানক

Last Updated:

চারদিক থেকে পাওয়া যাচ্ছে সাপ!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: মর্নিং ওয়াকে গিয়ে কার সঙ্গে দেখা জানেন, সাপের সঙ্গে দেখা হল কোটা কালেক্টর৷  কোটাতে, গরমের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে সাপও বেরিয়ে আসছে তাদের গর্ত থেকে। গত এক মাস ধরে প্রতিদিনই বাসা-বাড়ি, অফিস, কোচিং ইনস্টিটিউটে সাপ প্রবেশের ঘটনা সামনে আসছে। সম্প্রতি, রবিবার, কোটা জেলা কালেক্টরের বাংলোতে ৩ থেকে ৪ ফুট লম্বা একটি সাপও পাওয়া গেছে।
মর্নিং ওয়াকে গিয়ে সাপ
মর্নিং ওয়াকে গিয়ে সাপ
advertisement

জানা  যাচ্ছে কালেক্টর ভোরে যখন তাঁর বাংলোর প্রাঙ্গণে হাঁটছিলেন, তখন তাঁর পায়ের মাঝখানে এসে পড়ে  একটি সাপ। এরপরে, কালেক্টরের বাংলোতে উপস্থিত কর্মীরা স্ন্যাক ক্যাচারকে সাপের বিষয়টি নিয়ে জানিয়ে দেন৷ তারপরেই সাপটিকে ধরা যায়। একইভাবে দুর্গাবস্তির একটি সরকারি স্কুলে প্রায় তিন ফুট লম্বা একটি সাপ বেরিয়ে আসে, যা দেখে আতঙ্কিত হয়ে পড়েন কর্মীরা।

advertisement

স্নেক ক্যাচার গোবিন্দ শর্মা জানিয়েছেন, জেলা কালেক্টরের বাংলোতে ওপি ওয়েভার ভোরে হাঁটছিলেন।  একটি সাপ তাঁর পায়ের কাছে চলে আসে। খবর পাওয়ার পর ডাকা হয় স্নেক ক্যাচার গোবিন্দ শর্মাকে। যিনি জেলা কালেক্টরের বাংলো থেকে সাপটিকে ধরে নিরাপদ বনে ছেড়ে দেন। এর আগেও জেলা কালেক্টরের বাংলোতে কোবরার মতো বিপজ্জনক সাপ বেরিয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

গোবিন্দ শর্মা জানান, একই ভাবে দুর্গা বস্তি সরকারি স্কুলের ভিতর থেকে স্যান্ড বোয়া প্রজাতির একটি সাপও বেরিয়ে আসে। সেখানে উপস্থিত সকল শিক্ষক সাপটিকে দেখে ভয় পেয়ে যান। খবর পেয়ে গোবিন্দ শর্মা স্কুলে পৌঁছে সাবধানে স্যান্ড বোয়া সাপটিকে ধরে ফেলেন। তিনি জানান, এই সাপটি বিষাক্ত নয়। কিন্তু এটি কাউকে কামড়ালে তা সংক্রমিত হতে পারে

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Snake: মর্নিং ওয়াকে বেরিয়ে চক্ষু চড়কগাছ, পায়ের কাছে ওটা কী নড়ছে, ভয়ানক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল