TRENDING:

রুল বুক হাতে ওয়েলে নেমে বিক্ষোভ ডেরেকের, কৃষি বিল নিয়ে উত্তাল রাজ্যসভা

Last Updated:

তৃণমূল সাংসদ আরও অভিযোগ করেন, রাজ্যসভায় কী ঘটছে তা চেপে রাখার জন্য রাজ্যসভা টিভি-তে বিরোধীদের বিক্ষোভ সম্প্রচারিত হয়নি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: দু'টি কৃষি বিল পাশ হওয়াকে কেন্দ্র করে বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠল রাজ্যসভা৷ ওয়েলে নেমে রুল বুক ছেঁড়ার চেষ্টার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও ব্রায়েনের বিরুদ্ধে৷ এমন কি, রাজ্যসভার চেয়ারম্যান হরিবংশ নারায়ণের মাইক্রোফোনও কেড়ে নেওয়ার চেষ্টা করেন তিনি৷ যদিও রুল বুক ছেঁড়ার চেষ্টার অভিযোগ অস্বীকার করেছেন ডেরেক৷ তৃণমূল সাংসদের অভিযোগ, 'সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থার হত্যা করার চেষ্টা করা হচ্ছে৷'
advertisement

এই ঘটনার পরই আরও উত্তপ্ত হয়ে ওঠে রাজ্যসভা৷ ক্ষুব্ধ ডেরেক ও ব্রায়েন বলেন, 'প্রধানমন্ত্রী দাবি করেছিলেন ২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ হবে৷ কিন্তু বর্তমান হারে ২০২৮ সালের আগে তা সম্ভব নয়৷ আমরা শুধু ন্যূনতম সহায়ক মূল্যের বিষয়ে আপত্তি করছি না৷ নতুন বিলগুলিতে গণবণ্টন ব্যবস্থা, ফসল কেনার প্রক্রিয়া, রাজ্যের অধিকারের মতো বিষয়গুলি নিয়েও আমাদের আপত্তি রয়েছে৷'

advertisement

পরে ট্যুইটারে নিজের বক্তব্যের দু'টি ভিডিও পোস্ট করেন ডেরেক ও ব্রায়েন৷ সেখানে তিনি অভিযোগ করেন, বিরোধীরা কৃষি বিল নিয়ে ভোটাভুটি চাইলেও সেই দাবি মানেনি সরকার৷ ডেরেকের অভিযোগ, সরকার জানত ভোটাভুটি হলে এই বিল পাশ হত না৷ কারণ রাজ্যসভায় তেরো থেকে চোদ্দটি বিরোধী দল এই বিলগুলির বিরুদ্ধে ছিল৷'

advertisement

advertisement

তৃণমূল সাংসদ আরও অভিযোগ করেন, রাজ্যসভায় কী ঘটছে তা চেপে রাখার জন্য রাজ্যসভা টিভি-তে বিরোধীদের বিক্ষোভ সম্প্রচারিত হয়নি৷ ডেরেকের অভিযোগ, সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে এটি অত্যন্ত দুঃখের একটি দিন৷

এ দিন সংসদেও কৃষি বিলের বিরোধিতা করতে গিয়ে ডেরেক বলেন, 'আমি এমন একটি দলের প্রতিনিধি যার নাম তৃণমূল কংগ্রেস৷ একটু পিছিয়ে আমরা ২০০৬ সালে চলে যাই৷ এই দলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের স্বার্থে ২৬ দিন অনশন করে নিজের জীবন বিপন্ন করেছিলেন৷ তিনি কৃষকদের অধিকারের জন্য লড়াই করছিলেন৷'

advertisement

প্রধানমন্ত্রীকে আক্রমণ করে ডেরেক বলেন, 'গতকাল প্রধানমন্ত্রী বলেছেন বিরোধীরা নাকি কৃষকদের বিভ্রান্ত করার চেষ্টা করছে৷ আমি প্রশ্ন করতে চাই, এই অভিযোগ তোলার মতো কী বিশ্বাসযোগ্যতা রয়েছে আপনার? আপনি ২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ হওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন৷ কিন্তু বর্তমান হারে ২০২৮ সালের আগে তা সম্ভব নয়৷'

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

তৃণমূল সাংসদ আরও বলেন, 'বাংলায় ২০১১ সালে কৃষকদের গড় আয় ছিল ৯০ হাজার৷ বর্তমানে তা তিন গুণ বেড়ে ২ লক্ষ ৯০ হাজার হয়েছে৷ সরকার শুধুমাত্র ন্যূনতম সহায়ক মূল্যের বিষয়টি নিয়ে বিতর্ক করছে, কিন্তু আমরা রাজ্যের অধিকার, গণবণ্টন ব্যবস্থা, ক্রয় পদ্ধতি নিয়েও আপত্তি জানাচ্ছি৷'

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
রুল বুক হাতে ওয়েলে নেমে বিক্ষোভ ডেরেকের, কৃষি বিল নিয়ে উত্তাল রাজ্যসভা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল