৩ জুন, অর্থাৎ বুধবার সন্ধেয় আরব সাগরের উপকূলে ঘণ্টায় ১০৫-১১০ কিমি গতিতে উত্তর মহারাষ্ট্র ও দক্ষিণ গুজরাতের উপকূলে আছড়ে পড়তে পারে এই সুপার সাইক্লোন । মৌসম ভবন জানাচ্ছে মুম্বই থেকে আর মাত্র ৭০০ কিমি দূরে রয়েছে ‘নিসর্গ’ । গোয়া থেকে দূরত্ব ৪০০ কিমি । পূর্ব মধ্য আরব সাগর ও পার্শ্ববর্তী দক্ষিণ-পূর্ব আরব সাগরে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে গভীর নিম্নচাপের সৃষ্টি হবে । পরের ২৪ ঘণ্টার মধ্যে সেটি ভয়ানক ঘূর্ণিঝড়ের রূপ নেবে ।
advertisement
IMD-এর ডিরেক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র জানাচ্ছেন, গোটা মুম্বইকে তছনছ করে দেওয়ার ক্ষমতা রয়েছে শক্তিশালী এই ঘূর্ণিঝড়ের । ২ জুন সকালে একটি মহারাষ্ট্র এবং গুজরাতের মাঝে রায়গড়ের হরিহরশ্বরের উপর দিয়ে এগিয়ে এসে ৩ জুন রাতে সেটি দমনের দিকে চলে যাবে । মুম্বই ছাড়াও থানে, নভি-মুম্বই, পানভেল, কল্যাণ-দমবিভলি, মীরা-ভয়ানদের, ভসাই-বিহার, উল্লাসনগর, বদলাপুর, অম্বেরনাথের মতো শহর ক্ষতিগ্রস্থ হওযার প্রবল সম্ভাবনা রয়েছে ।
মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে সকলকে ঘরের মধ্যে থাকতে অনুরোধ করেছেন । মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে । সম্প্রতি বাংলায় আমফানের বলি হয়েছেন ৯৮ জন । এমন মৃত্যু মিছিল আর দেখতে চায় না দেশ ।