TRENDING:

গোয়া কাণ্ডে অভিযুক্ত দুই, নাইটক্লাব অগ্নিকাণ্ডে ৪৮ ঘণ্টার মধ্যে থাইল্যান্ড থেকে দেশে ফেরানো হবে!

Last Updated:

গোয়ায় অগ্নিকাণ্ডের জেরে ইতিমধ্যেই লুকআউট নোটিস জারি করা হয়েছিল ওই নাইটক্লাবের দুই মালিক গৌরব এবং সৌরভ লুথরাকে এবার থাইল্যান্ড থেকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দুই জনকে ভারতে ফিরিয়ে আনা হতে পারে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গোয়া: গোয়ায় অগ্নিকাণ্ডের জেরে ইতিমধ্যেই লুকআউট নোটিস জারি করা হয়েছিল ওই নাইটক্লাবের দুই মালিক গৌরব এবং সৌরভ লুথরাকে এবার থাইল্যান্ড থেকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দুই জনকে ভারতে ফিরিয়ে আনা হতে পারে।
৪৮ ঘণ্টার মধ্যে দেশে ফেরানো হবে দুই মালিককে
৪৮ ঘণ্টার মধ্যে দেশে ফেরানো হবে দুই মালিককে
advertisement

এই প্রসঙ্গে এক পুলিশ আধিকারিক বলেন, “থাইল্যান্ড থেকে ওই নাইটক্লাবের দুই মালিককে ভারতে ফিরিয়ে আনা হবে। এবং এরপরেই তাদের উপরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

আরও পড়ুন: বিচারকই এখানে দেবতা, পুজো হয় তাঁরই! কেরালায় রয়েছে এমনই চমকপ্রদ মন্দির

এই প্রসঙ্গে এক পুলিশ আধিকারিক জানান, থাইল্যান্ডের সরকার ভারত সরকারের সঙ্গে যথাসাধ্য সহযোগিতা করছেন। এই প্রসঙ্গে তিনি বলেন, “থাইল্যান্ডের পক্ষ থেকে এই বিষয়ে ভারতীয় তদন্ত সংস্থার সঙ্গে সহযোগিতা করছে।”

advertisement

জানা গিয়েছে, ইতিমধ্যেই দুই জনের ভিসা বাতিল করা হয়েছে। ফলে থাইল্যান্ডে এখন লুথরা দুই ভাই অবৈধ ভাবে আছেন। ফলে থাই আইন অনুযায়ী অবৈধভাবে থাকা তাঁদের দেশে ফেরানোর তোড়জোড় শুরু করা হয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
লাভজনক বিকল্প চাষে খুলে গেল কৃষকের ভাগ্য! বিশেষ ডাল চাষ করে হাতে আসছে ভাল টাকা
আরও দেখুন

প্রসঙ্গত, গোয়ার আরাপুরার নাইটক্লাবে আগুন লেগে মোট ২৫ জন কর্মী-সহ পর্যটক মারা যান। আর এই ঘটনার পরেই দুই মালিক তথা লুথরা ভাই দেশ ছেড়ে থাইল্যান্ড পালিয়ে যান। আর এরপরেই তাঁদের ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয় ভারতের পক্ষ থেকে। জানা গিয়েছে, দেশে ফেরার পরে তাঁদের আইনানুগ ব্যবস্থা হবে এবং গোটা ঘটনাটির তদন্ত করে দেখা হবে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
গোয়া কাণ্ডে অভিযুক্ত দুই, নাইটক্লাব অগ্নিকাণ্ডে ৪৮ ঘণ্টার মধ্যে থাইল্যান্ড থেকে দেশে ফেরানো হবে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল