এই প্রসঙ্গে এক পুলিশ আধিকারিক বলেন, “থাইল্যান্ড থেকে ওই নাইটক্লাবের দুই মালিককে ভারতে ফিরিয়ে আনা হবে। এবং এরপরেই তাদের উপরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
আরও পড়ুন: বিচারকই এখানে দেবতা, পুজো হয় তাঁরই! কেরালায় রয়েছে এমনই চমকপ্রদ মন্দির
এই প্রসঙ্গে এক পুলিশ আধিকারিক জানান, থাইল্যান্ডের সরকার ভারত সরকারের সঙ্গে যথাসাধ্য সহযোগিতা করছেন। এই প্রসঙ্গে তিনি বলেন, “থাইল্যান্ডের পক্ষ থেকে এই বিষয়ে ভারতীয় তদন্ত সংস্থার সঙ্গে সহযোগিতা করছে।”
advertisement
জানা গিয়েছে, ইতিমধ্যেই দুই জনের ভিসা বাতিল করা হয়েছে। ফলে থাইল্যান্ডে এখন লুথরা দুই ভাই অবৈধ ভাবে আছেন। ফলে থাই আইন অনুযায়ী অবৈধভাবে থাকা তাঁদের দেশে ফেরানোর তোড়জোড় শুরু করা হয়েছে।
প্রসঙ্গত, গোয়ার আরাপুরার নাইটক্লাবে আগুন লেগে মোট ২৫ জন কর্মী-সহ পর্যটক মারা যান। আর এই ঘটনার পরেই দুই মালিক তথা লুথরা ভাই দেশ ছেড়ে থাইল্যান্ড পালিয়ে যান। আর এরপরেই তাঁদের ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয় ভারতের পক্ষ থেকে। জানা গিয়েছে, দেশে ফেরার পরে তাঁদের আইনানুগ ব্যবস্থা হবে এবং গোটা ঘটনাটির তদন্ত করে দেখা হবে।
