TRENDING:

নোট বাতিল: রাতারাতি লাখপতি ট্যাক্সি ড্রাইভার

Last Updated:

মোদিজির এই ঘোষণায় হঠাৎ করেই লাখপতি হয়ে গিয়েছেন উত্তরপ্রদেশের এক ট্যাক্সি চালক ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#এলাহাবাদ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঐতিহাসিক ঘোষণায় রাতারাতি বাতিল ৫০০ ও ১০০০ ৷ বিপাকে কালো টাকার কারবারিরা ৷ একইসঙ্গে নোট সংকটে চরম ভোগান্তির শিকার জনসাধারণ ৷ কিন্তু মোদিজির এই ঘোষণায় হঠাৎ করেই লাখপতি হয়ে গিয়েছেন উত্তরপ্রদেশের এক ট্যাক্সি চালক ৷
advertisement

প্রধানমন্ত্রীর নোট বাতিল পদক্ষেপে কালো টাকার মালিকদের দমবন্ধ অবস্থা ৷ এতদিন ধরে অবৈধ উপায়ে জমানো কোটি কোটি টাকা মুহূর্তে কাগজ ৷ এবার আয়কর ও ইডি হাতে ধরা পড়ার ভয়ে ঘুম উড়ে গিয়েছে কালো টাকার মালিকদের ৷ নিজের কালো টাকাকে কেউ কুচিয়ে কুচিয়ে ছিঁড়ে ফেলছেন তো কেউ পুড়িয়ে দিচ্ছেন ৫০০ ও হাজারের সরকারি হিসেবহীন নোট, কেউ আবার লক্ষ্মীকে বিসর্জন দিচ্ছেন গঙ্গায় ৷

advertisement

তবুও প্রতিদিনই কালো টাকাকে সাদা করার মরিয়া চেষ্টা চালাচ্ছেন এই কালোটাকার কারবারীরা ৷ কেউ জন ধন প্রকল্পে অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে টাকা বৈধ করতে চান তো কেউ কালো টাকার দায় থেকে বাঁচতে অন্যের অ্যাকাউন্টেও টাকা জমা দিতে পিছু হটছেন না ৷ এরকমই ঘটনা দেখা গেল উত্তরপ্রদেশের প্রতাপগড়ে ৷ পেশায় ট্যাক্সি চালক এক ব্যক্তির অ্যাকাউন্টে একদিনে জমা পড়েছে ৬২ লাখ টাকা ৷

advertisement

প্রতাপগড়ের বাসিন্দা হলেও মুম্বইয়ে ট্যাক্সি চালান অজয় কুমার পটেল ৷ হঠাৎ সোমবার রাতে মোবাইলে মেসেজ করে অ্যাক্সিস ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয়, তাঁর অ্যাকাউন্টে এককালীন ৬২ লাখ টাকা জমা পড়েছে ৷ মেসেজ পড়ে হতভম্ব অজয় খুব ভয় পেয়ে যান ৷ ভয় পেলেও সঙ্গে সঙ্গে নিকটবর্তী পুলিশ স্টেশনে গিয়ে এই ঘটনার রিপোর্ট লেখান অক্ষয় ৷ দ্রুত পদক্ষেপ নেয় পুলিশ ৷ ব্যাঙ্ককে অনুরোধ করে অক্ষয় কুমার পটেলের অ্যাকাউন্টটি সিল করে দেওয়া হয়েছে ৷

advertisement

মান্ধাতার বাসিন্দা হলেও অজয়ের অ্যাকাউন্টটি ছিল অ্যাক্সিস ব্যাঙ্কের নালাসোপারা ব্রাঞ্চে ৷ মুম্বই থেকে এলাহাবাদ আসার সময় তাঁর অ্যাকাউন্টে সর্বসাকুল্যে পড়েছিল ৭৫২৮ টাকা ৷ সেখানে সোমবার রাতের মধ্যেই ‘লাখপতি’ অজয় ৷ এমন লটারি পেয়ে খুশি নয়, শঙ্কিত সে ৷ অন্য কারোর কুকীর্তির ভাগীদার হয়ে এই সৌভাগ্য সে চায় না ৷ তাই ছুটে গিয়েছিল পুলিশ স্টেশন ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিয়ার ২০০, হুইস্কি ৩০০! বিদেশি মদের টানে সুরাপ্রেমীদের ভিড় জমছে বাংলার 'এই' জেলায়!
আরও দেখুন

এরকম ঘটনার কথা আন্দাজ করেই অ্যাকাউন্ট ট্রান্সজাকশনে নজর রাখছে আয়কর দফতর ৷ কোনও নির্দোষ মানুষ কালো কারবারিদের এমন কুকীর্তির ফাঁদে যাতে না পড়েন তার জন্য সচেতন করছে অর্থ মন্ত্রক ৷

বাংলা খবর/ খবর/দেশ/
নোট বাতিল: রাতারাতি লাখপতি ট্যাক্সি ড্রাইভার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল