TRENDING:

নোট বাতিলের প্রভাব নিষিদ্ধ পল্লিতে ! তাও কালো টাকার বিরুদ্ধেই জিবি রোডের যৌনকর্মীরা

Last Updated:

বাতিলের প্রভাব পড়ল নিষিদ্ধ পল্লিতে। ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল প্রভাব পড়েছে দেশের বিভিন্ন জায়গার যৌনকর্মীদের ব্যবসায় ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: নোট বাতিলের প্রভাব পড়ল নিষিদ্ধ পল্লিতে। ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল প্রভাব পড়েছে দেশের বিভিন্ন জায়গার যৌনকর্মীদের ব্যবসায় ৷ নোট বাতিলের এক সপ্তাহ পর পুরনো দিল্লির রেড লাইট এলাকা জিবি রোডে গ্রাহকের সংখ্যা অনেকটাই কমেছে বলে জানা গিয়েছে ৷ কিন্তু বিরোধীতার বদলে সরকারের এই সিদ্ধান্তে খুশি যৌনকর্মীরা ৷ তাদের বক্তব্য, ‘আমরা আজও গরীব এবং কালও গরীব থাকব ৷ কিন্তু যা যারা কালো টাকার মালিক এর জেরে তারা ধরা পড়বে ৷’
advertisement

ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত একটি খবর অনুযায়ী, গ্রাহক টানতে এখন অনেক বেশি পরিশ্রম ও প্রয়াস করতে হচ্ছে যৌনকর্মীদের ৷ তা সত্ত্বেও এই এলাকায় কোনওরকম প্রতিবাদ দেখা যায়নি ৷ একজন জানিয়েছেন, গত সপ্তাহ থেকে তাদের ব্যবসায় প্রভাব পড়েছে ৷ গ্রাহকরা পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট নিয়ে এল তাদের ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছে মেয়েরা ৷ কারণ এই পেশায় সমস্তটা নগদ টাকার উপর চলে ৷ এখানে ধারের কোনও ব্যবপার নেই ৷

advertisement

নোট বাতিলের পর নতুন গ্রাহক আসা তো দুরের কথা, পুরনো গ্রাহকরা অনেক কম সংখ্যায় আসছেন ৷

এই এলাকার বেশিরভাগ যৌনকর্মী গ্রাহকদের কাছ থেকে ২০০-৩০০ টাকা নিয়ে থাকেন ৷ এর থেকে অর্ধেকটাকা সুপারভাইজার রেখে দেন ৷ পাশাপাশি এজেন্টদেরও ভাগ দিতে হয় ৷ যৌনকর্মীদের কাছে নামমাত্র টাকা আসে ৷ তাও আবার সুপারভাইজারের কাছে জমা থাকে ৷ গ্রাহকদের কাছ থেকে যে টিপস পায় সেটা নিজের কাছে রাখে তারা ৷ গ্রাহকরা আসা বন্ধ করে দেওয়ায় এখন সেটাও জুটছে না তাদের ভাগ্যে ৷

advertisement

নোট সংকটের জেরে জিবি রোডের ৪৫০০ টাকার যৌনকর্মীর জীবনে রোজগারের অভাবে সমস্যা দেখা গিতে শুরু করেছে ইতিমধ্যেই ৷ এর জেরে অনেকেই অন্য পেশার খোঁজ করতে শুরু করে দিয়েছে ৷

এর থেকে থেকে কিছুটা বিপরীত চিত্র দেখা গেল কলকাতার সোনাগাছিতে ৷ নোট বাতিলের জেরে যখন দেশের বিভিন্ন ব্যবসায়ীদের সমস্যার সম্মুখীন হতে হয়েছে সেখানেই রমরমিয়ে চলছে সোনাগাছির ব্যবসা ৷ খুচরোর অভাবে যেখানে সাধারণ মানুষের মাথায় হাত সেখানেই চুটিয়ে ব্যবসা চলছে নিষিদ্ধপল্লীতে ৷ মোদির ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলর প্রভাব পড়েনি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় রেড লাইট এলাকায় ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

দুর্বার মহিলা সমন্বয় কমিটি’র চিফ মেন্টার ভারতী দে জানিয়েছেন, ‘সোনাগাছির ব্যবসায় নোট বাতিলের কোনও প্রভাবই পড়েনি ৷ এর মূল কারণ সোনাগাছির যৌন কর্মীরা নোট বাতিল হওয়ার পরও কাস্টমারদের কাছ থেকে ৫০০ ও ১০০০ টাকার নোট নিচ্ছেন ৷ পরে যৌনকর্মীদের জন্য তৈরি উষা মাল্টিপার্পাস কো-অপারেটিভ ব্যাঙ্কের মাধ্যমে সেই টাকা ভাঙিয়ে নিচ্ছেন তারা ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
নোট বাতিলের প্রভাব নিষিদ্ধ পল্লিতে ! তাও কালো টাকার বিরুদ্ধেই জিবি রোডের যৌনকর্মীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল